হাওড়ায় পুষ্প প্রদর্শনীতে উপস্থিত অরূপ রায়,
Blog post description.
ট্রেন্ডিংপশ্চিমবঙ্গ


হাওড়ায় পুষ্প প্রদর্শনীতে উপস্থিত অরূপ রায়,
ফুল ভালোবাসে না এমন মানুষ বিরল।সে যে কোনও ফুলই হোক না কেনও।কবির কথায়, "ফুল নিজের জন্য ফোটে না, তার সৌন্দর্য আর সুবাস দিয়ে আপামর মানুষের মন ভরিয়ে দেয়"। তাই তো ফুলের এতো কদর। আবার যদি ফুলের মেলা হয় তো কথাই নেই। এমনটাই দেখা যাবে হাওড়ার বিজয়ানন্দ পার্কে। "হাওড়া বৃক্ষ ও পুষ্প প্রেমী সংগঠন" আয়োজিত "হাওড়া ফুল মেলা ২০২৬" শুরু ৮ জানুয়ারি সন্ধ্যায়। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে মেলা কমিটির সভাপতি তথা রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের হাত ধরেই ফুল মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। যার মস্তিষ্কপ্রসূত এই ফুল মেলা গত কয়েক বছর ধরে হাওড়া ছাড়াও কলকাতা ও পার্শ্ববর্তী জেলার পুস্পপ্রেমী মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন। তিনি হলেন হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ ও বর্তমানে মোহনবাগান ক্লাবের হকি টিমের সচিব শ্যামল মিত্র। ফুল মেলা কমিটির সম্পাদক শ্যামল মিত্র চেয়েছিলেন, জনসাধারণের মধ্যে ফুলের পাশাপাশি বিভিন্ন রকমের সবজি ফলমূলের উপকারিতার কথা তুলে ধরতেফুলের মধ্যে বিভিন্ন ধরনের রঙের গোলাপ, ডালিয়া, চন্দ্রমল্লিকা, গাঁদা, বনসাই ছাড়াও বিভিন্ন রকমের ফুল ছিলো। ছিলো টবে বসানো নানা ধরনের সবজি। এই মেলা ঘিরে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় এবং অপরাজিতা আঢ্যকে বিশেষ সম্মাননা জানানো হয়।
নারায়ণ রতন দত্ত/ হাওড়া
