কিংবদন্তি অভিনেতা তুলসী চক্রবর্তীর নামে তৈরি হলো পার্ক, অবহেলায় পড়ে রয়েছে শিল্পীর বসতবাড়িটি তুলসী চক্রবর্তী। বাংলা সিনেমার গোল্ডেন সময়ের বিখ্যাত তারকা। যে কোনও চরিত্রকে জীবন্ত করে তুলতেন অভিনয়ের মাধ্যমে। প্রধান চরিত্রে অভিনয় করা শিল্পীদেরও তাঁর সামনে পানসে মনে হতো। সত্যজিৎ রায় এই শিল্পীর সম্পর্কে বলেছিলেন, "তুলসী চক্রবর্তীর মতো প্রতিভাবান শিল্পী বাংলায় না জন্মে বিদেশে জন্মালে 'অস্কার' পেতেন।" অস্কার না হোক অবহেলা অবশ্যই পেয়েছেন তুলসী চক্রবর্তী। শেষ জীবনে চরম দারিদ্র্যতার মধ্যে কাটাতে হয়েছে এই শিল্পীকে।

কিংবদন্তি অভিনেতা তুলসী চক্রবর্তীর নামে তৈরি হলো পার্ক, অবহেলায় পড়ে রয়েছে শিল্পীর বসতবাড়িটি

ট্রেন্ডিংপশ্চিমবঙ্গরাজনীতি

1/14/20261 min read

কিংবদন্তি অভিনেতা তুলসী চক্রবর্তীর নামে তৈরি হলো পার্ক, অবহেলায় পড়ে রয়েছে শিল্পীর বসতবাড়িটি

তুলসী চক্রবর্তী। বাংলা সিনেমার গোল্ডেন সময়ের বিখ্যাত তারকা। যে কোনও চরিত্রকে জীবন্ত করে তুলতেন অভিনয়ের মাধ্যমে। প্রধান চরিত্রে অভিনয় করা শিল্পীদেরও তাঁর সামনে পানসে মনে হতো। সত্যজিৎ রায় এই শিল্পীর সম্পর্কে বলেছিলেন, "তুলসী চক্রবর্তীর মতো প্রতিভাবান শিল্পী বাংলায় না জন্মে বিদেশে জন্মালে 'অস্কার' পেতেন।"

অস্কার না হোক অবহেলা অবশ্যই পেয়েছেন তুলসী চক্রবর্তী। শেষ জীবনে চরম দারিদ্র্যতার মধ্যে কাটাতে হয়েছে এই শিল্পীকে। মৃত্যুর পরেও সেই ধারা অব্যাহত রয়েছে। এখনও সেই স্বাক্ষী দিয়ে চলেছে হাওড়ার তাঁর বসতবাড়িটি। মধ্য হাওড়ার অন্তর্গত এঁদো গলির শেষ প্রান্তে ২ নম্বর কৈলাস বোস থার্ড বাই লেনে ভাঙাচোরা পাঁচিল জুড়ে বড়ো বড়ো গাছের শিকড় বেরোনো শিল্পীর বাড়িটি ভুতুড়ে বাড়ির চেহারা নিয়ে দাঁড়িয়ে রয়েছে

জীবদ্দশায় এই বাড়িতে থাকাকালীন একের পর এক কালজয়ী বাংলা সিনেমা উপহার দিয়েছেন তুলসী চক্রবর্তী। তুলসী চক্রবর্তীর অভিনয় দেখে দর্শক কখনও হেসেছে আবার কখনও বিরহে কাতর হয়েছে। কৌতুক অভিনয়ের পাশাপাশি সিরিয়াস অভিনয়ের ক্ষেত্রেও ছিলেন অত্যন্ত সাবলীল।

মৃত্যুর এতবছর পরে শিল্পীর নামে একটি পার্ক তৈরি করা হয়েছে। ২৩ নম্বর গোপাল ব্যানার্জি লেনে। তবে সেটা নিয়েও রয়েছে বিতর্ক। শিল্পীর অনুরাগীদের অভিযোগ, পার্কের গেটে তুলসী চক্রবর্তীর নাম থাকলেও তাঁর কোনও মূর্তি নেই

পুরো বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দা তথা বিশিষ্ট সমাজকর্মী শৈলেন দাস জানিয়েলেন, "তুলসী চক্রবর্তীর মতো অভিনেতা বাংলা তথা সারা দেশের গর্ব। তার যথাযথ মূল্যায়ন এখনো হয়নি। ব্যার্থতা আমাদের। বার বার তুলসী চক্রবর্তীর বসতবাড়িটি হেরিটেজ ঘোষণা করার দাবি তুললেও কোনও লাভ হয়নি। হোক। কিন্তু কোথাও থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এমনকি রাজ্যের তরফেও তাঁর কোনও প্রতিকৃতি তৈরি করে সম্মান জানানো হয়নি।" তবে শিল্লীর স্বীকৃতির দাবিতে লড়াই চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন তিনি

নারায়ণ রতন দত্ত/হাওড়া