ঝোড়হাটে রাজবংশী পাড়ার জলসংকট

🌊 ঝোড়হাটে রাজবংশী পাড়ার জলসংকট: নলের সংযোগ থাকলেও কল শুকনো, প্রতিদিন লম্বা লাইন কলে

প্রতিবেদন: নিজস্ব প্রতিনিধি, ঝোড়হাট

ঝোড়হাট পঞ্চায়েতের রাজবংশী পাড়ার মানুষ আজও ভুগছেন চরম পানীয় জলের সংকটে। ঘরে ঘরে পানীয় জলের লাইন থাকলেও, সেই লাইনের কল খুললেই বেরিয়ে আসে শুধুই বাতাস আর হতাশা। কারণ হিসেবে স্থানীয়দের অভিযোগ—পাইপলাইনে ময়লা জমে জলের প্রবাহ সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এই সমস্যার কথা পঞ্চায়েতের নির্বাচিত সদস্যকে জানানো হলেও কোনও স্থায়ী সমাধান হয়নিপ্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবিক কোনও কাজ হয়নি। ফলে রাজবংশী পাড়ার মানুষদের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে।

🗣স্থানীয় বাসিন্দা রমেন বর্মন জানান,
আমাদের পাড়ায় প্রায় প্রতিটি বাড়িতেই পানীয় জলের লাইন আছে। কিন্তু গত কয়েক মাস ধরে তাতে জল আসে না। কল খুললে গ্যাসের মতো আওয়াজ হয়, জল এক ফোঁটাও না। বারবার অভিযোগ করেও লাভ হচ্ছে না।”

এই পরিস্থিতিতে এলাকার মানুষ প্রতিদিন সকাল থেকে একমাত্র আশ্রয় হিসেবে দাড়িয়ে থাকেন দূরের একটি সরকারি সাঁসানের (জলকলে) লাইনে। সেখানেই লম্বা লাইন পড়ে, স্ত্রী-পুরুষ নির্বিশেষে হাতে হাঁড়ি-বালতি, পাত্র নিয়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকেনঅনেকে ভোরে উঠে লাইন দেন, তবু পর্যাপ্ত জল পান না।

💬 স্থানীয় গৃহবধূ শীলা রাজবংশী বলেন,
বাড়িতে ছোট বাচ্চা, রান্না-বান্না, পরিষ্কার—সব কাজের জন্য জল চাই। কিন্তু এখন জলের জন্য রোজ আধা কিলোমিটার হেঁটে যেতে হচ্ছে, তাও লাইন দিয়ে জল আনতে। এই কষ্টের যেন শেষ নেই।”

মানুষের বিশ্বাস আর ভরসার প্রতীক হয়ে উঠেছে ওই দূরের কালেভোলা সাঁসানের জলকলটিঅথচ প্রশাসন নীরব। অনেকের মুখে এখন শুধুই হতাশার প্রশ্ন—"বাড়ির কল থেকে আবার কবে জল আসবে?" এ আশায় প্রতিদিন দিন গুনছেন রাজবংশী পাড়ার মানুষজন।

স্থানীয় এক প্রবীণ বাসিন্দা ক্ষোভের সঙ্গে বলেন,
ভোটের সময় অনেক আশ্বাস পাই, কিন্তু তার পর সবাই চুপ। আমাদের পাড়ায় যেন মানুষ না, শুধু ভোটার।”

এই অবস্থায় এলাকার মানুষ প্রশাসনের হস্তক্ষেপ ও জরুরি ভিত্তিতে পাইপ পরিষ্কার করে জল সরবরাহ পুনরায় সচল করার দাবি জানিয়েছেন

Address

3721 2nd Street
Saltlake Sector V, Kolkata 700 091

Contacts

+91 98300 71925
Contract.subhendu.etv@gmail.com