৩৭তম হাওড়া জেলা বইমেলার উদ্বোধন, বইয়ের গুরুত্ব নিয়ে বার্তা দিলেন মন্ত্রী অরূপ রায়

ইন্টারনেট ও স্মার্টফোনের যুগে এক মুহূর্তেই গোটা বিশ্বের তথ্য হাতের মুঠোয় চলে এলেও, প্রকৃত জ্ঞান অর্জনের ক্ষেত্রে বইয়ের বিকল্প আজও তৈরি হয়নি—এমনই মত প্রকাশ করলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন হাতে হাতে ঘুরলেও বইয়ের আভিজাত্য ও কৌলিন্য চিরকাল অটুট থাকবে। সেই কারণেই গ্রন্থাগার ও বইমেলার প্রয়োজনীয়তা অপরিসীম।

সোমবার, ২৯ ডিসেম্বর বিকেলে হাওড়ার শরৎ সদন প্রাঙ্গণে ৩৭তম হাওড়া জেলা বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী অরূপ রায়। উদ্বোধনী ভাষণে তিনি আরও বলেন, “ভালো বই পড়ুন, বই পড়ান। বইয়ের মতো ভালো সঙ্গী খুব কমই পাওয়া যায়। অবসর সময় কাটাতে বইয়ের ভূমিকা অপরিসীম।” বইমেলার ক’দিন সকলকে শরৎ সদন প্রাঙ্গণে এসে বইমেলা উপভোগ করার আহ্বান জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়ার জেলা শাসক পি দীপাপ্রিয়া, জেলা পরিষদের সভাধিপতি করবী দাস, সহ-সভাপতি অজয় ভট্টাচার্য, জেলা গ্রন্থাগার অফিসার নির্মাল্য অধিকারী, জেলা গ্রন্থাগারিক তাপস চক্রবর্তী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ (শিক্ষা, তথ্য ও সংস্কৃতি বিভাগ) সুলেখা পাঁজা, বইমেলা কমিটির অন্যতম সদস্য আবীর সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এবছরের বইমেলার থিম রাখা হয়েছে “ভাষার ঐতিহ্য রক্ষা আমাদের অঙ্গীকার”। মেলা চলবে আগামী ৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।

— নারায়ণ রতন দত্ত, হাওড়া

Address

3721 2nd Street
Saltlake Sector V, Kolkata 700 091

Contacts

+91 98300 71925
Contract.subhendu.etv@gmail.com