শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে 'হিজরা' প্রার্থী দিলেন পিকে


বিহারে বিধানসভা ভোট যতই এগোচ্ছে চমক ততই বাড়ছে। রাজনীতির দাবা খেলায় একে অপরকে কৌশলী চাল দিচ্ছে। এবার প্রার্থী বাছাইয়ে প্রশান্ত কিশোরের মাস্টারস্ট্রোক। 'হিজরা'কে প্রার্থী করে সাহসী পদক্ষেপ করলো জন সুরাজ পার্টি। এই সম্প্রদায় থেকে আসা প্রীতিকে গোপালগঞ্জ জেলার ভোরে বিধানসভা (তপশিলি জাতি সংরক্ষিত) আসন থেকে টিকিট দেওয়া হয়েছে। যে আসন থেকে জিতে শিক্ষামন্ত্রী হয়েছিলেন জেডিইউ নেতা সুনীল কুমার।
কেনও এই পদক্ষেপ?
প্রশান্ত কিশোর বরাবরই সমাজের সব অংশের বিশেষ করে পিছিয়ে পড়া মানুষদের রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসার পক্ষে সওয়াল করেছেন। বিহার বিধানসভা নির্বাচনের জন সুরাজ পার্টির প্রথম প্রার্থী তালিকায় তার প্রতিচ্ছবি দেখা গিয়েছে। হিজরা সম্প্রদায়ের প্রতিনিধিকে প্রার্থী করে সেই অংশের মানুষকেও বার্তা দিয়েছেন পিকে। একই সঙ্গে বিহারের পরিচিত রাজনীতির বাইরে নতুন গতিমুখ তৈরি করছেন তিনি। এমনটাই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ।
কে এই প্রীতি হিজড়া
সীতামঢ়ি জেলার খাপ গ্রামের বাসিন্দা প্রীতি গত ২২ বছর এই বিধানসভা এলাকার ভোরে ব্লকের কল্যাণপুরে বসবাস করছেন। দীর্ঘদিন ধরে সমাজসেবার কাজে যুক্ত। দরিদ্র, বঞ্চিত ও মহিলাদের সমস্যা নিয়েও সরব হয়েছেন তিনি। এখনও পর্যন্ত ২৭টিরও বেশি অর্থনৈতিকভাবে দুর্বল কন্যার বিয়ের ব্যবস্থা করেছেন। একইসঙ্গে খেলাধুলা ও সাংস্কৃতিক জগতের সাথে যুক্ত তিনি। পিছিয়ে পড়া মানুষের মধ্যে জনপ্রিয় প্রীতি ‘বধাই’ গান ও পশুপালন কর জীবিকা নির্বাহ করেন। দীর্ঘদিন ধরে জন সুরাজ পার্টির সঙ্গেও যুক্ত রয়েছেন। প্রীতি জানিয়েছেন, এই কেন্দ্রের সমস্যা, সাধারণ মানুষের দাবি বিধানসভায় সভায় তোলাই তাঁর উদ্দেশ্য।
#Election #Bihari election #Prashant Kishor #jansuraj party #বিহার বিধানসভা ভোট #প্রশান্ত কিশোর #পিকে #politics #রাজনীতি
Address
3721 2nd Street
Saltlake Sector V, Kolkata 700 091
Contacts
+91 98300 71925
Contract.subhendu.etv@gmail.com