পিকে-র দলে অসন্তোষ, ভোটে টিকিট না পাওয়ায় বিক্ষোভ পার্টি অফিসে


এখন নিজেই বিপাকে ভোট কৌশলী প্রশান্ত কিশোর। বিধানসভা নির্বাচনের টিকিট না পাওয়া নেতাদের সামলাতে হিমশিম খেতে হচ্ছে পিকে-কে। বৃহস্পতিবার জন সুরাজ পার্টির পক্ষ থেকে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে ৫১ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এরপর থেকেই সমস্যা শুরু। যারা টিকিট পাননি সেই সব নেতার অনুগামীরা বিক্ষোভ দেখাতে শুরু করে পাটনায় জন সুরাজ পার্টির প্রধান কার্যালয়ে। আর এর ফলেই দলের বিশৃঙ্খলা প্রকাশ্যে চলে আসে।
এই ঘটনাকে ঘিরে কী প্রতিক্রিয়া পিকে-র
দেশের বিভিন্ন রাজনৈতিক দলের রণকৌশল তৈরি করে থাকেন পিকে। কিন্তু নিজের ঘরেই এরকম ঘটনায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে তিনি। যদিও প্রকাশ্যে প্রশান্ত কিশোর এই অসন্তোষকে স্বাভাবিক বলেই ব্যাখ্যা করেছেন। তিনি সংবাদমাধ্যমকে বলেন, "এটা ঘর। একটা পরিবারের ব্যাপার। কিছু মানুষ টিকিট পাননি, তাই হতাশ হওয়াটা স্বাভাবিক। জন সুরাজের না আছে টাকা, না পেশিশক্তির প্রভাব। তবুও বিহারে নতুন এক 'জন সুরাজ' ব্যবস্থা গড়ে তোলার জন্য হাজার হাজার মানুষ পরিশ্রম করে চলেছেন। যাঁরা এবার টিকিট পাননি, তাঁদেরও যোগ্যতার ভিত্তিতে ভবিষ্যতে বড় দায়িত্ব দেওয়া হবে।"।
নেতা নন কর্মীরাই দলের মুখ
জন সুরাজ পার্টির সুপ্রিমো প্রশান্ত কিশোর। দলে আরো অনেক গুরুত্বপূর্ণ নেতা রয়েছেন। এমনকি ২৪৩ কেন্দ্রে প্রার্থীর কাউকে নয় কর্মীদেরকেই দলে সবচাইতে বেশি গুরুত্ব দেন পার্টির প্রতিষ্ঠাতা পিকে। তিনি জানিয়েছেন, "শুধু ২৪৩ জন নির্বাচনে লড়বেন, কিন্তু হাজার হাজার কর্মীই জন সুরাজের মুখ।" এরপর তিনি বলেন, "এটা ঘরের ব্যাপার, সবাইকে সুযোগ দেওয়া হবে'।
ক্ষত মেরামতির কৌশল
দলের মহাসচিব কিশোর কুমার মুন্নাও পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পদক্ষেপ করেন। তিনি বলেন, "অসন্তুষ্ট ব্যক্তিরাও আমাদের পরিবারেরই সদস্য। তাদের সঙ্গেও কথা বলা হবে।"। মুন্না বলেন, "তাদের ক্ষোভ যুক্তিসঙ্গত, কারণ টিকিট নিয়ে প্রত্যাশা ছিল, কিন্তু পার্টির সীমাবদ্ধতা আছে এবং সবার প্রত্যাশা পূরণ সম্ভব নয়।
প্রার্থী তালিকায় চমক
জন সুরাজ পার্টির প্রথম তালিকায় বেশ কিছু পরিচিত ও গুরুত্বপূর্ণ নাম জায়গা পেয়েছে। এর মধ্যে আছেন।মাঁঝি থেকে বিশিষ্ট আইনজীবী ওয়াইভি গিরি। দারভাঙ্গা থেকে প্রাক্তন ডিজি আরকে মিশ্র, সাহারসা থেকে কিশোর কুমার। মোরওয়া থেকে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পুরী ঠাকুরের নাতনি জাগৃতি ঠাকুর, অস্থাবাঁ থেকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আরসিপি সিংহের মেয়ে লতা সিং। পাশাপাশি, দলের তরফে জানানো হয়েছে যে, তারা আসন্ন বিধানসভার ২৪৩টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে।
#Bihar_election #Jansuraj_party #Prashant_Kishor #পিকে #বিহার_বিধানসভা_নির্বাচন #প্রশান্ত_কিশোর #পিকে
Address
3721 2nd Street
Saltlake Sector V, Kolkata 700 091
Contacts
+91 98300 71925
Contract.subhendu.etv@gmail.com