কর্তব্যে অটল ৯২ বছরের বাঙালবাবু, চিকিৎসা হচ্ছে না কেন্দ্র-রাজ্য সমন্বয়ের অভাবে


আর আট বছর পর শতবর্ষ পূর্ণ হবে বাঙাল বাবুর। কিন্তু ততদিন টিকলে। ১৯৩৩ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি-র নিয়োগ করা বাঙালবাবু আজ পর্যন্ত কাজ করে চলেছে। কিন্তু এই বয়সে যে যত্ন বা চিকিৎসার প্রয়োজন তার কোনওটাই মিলছে না। হাওড়া স্টেশন সংলগ্ন একটি ঐতিহাসিক রেলসেতু হোলো বাকল্যান্ড ব্রিজ। এলাকার মানুষের কাছে বাঙ্গাল বাবু ব্রিজ। কলকাতার সাথে হাওড়ার যোগাযোগ মসৃন করার পাশাপাশি। জিটি রোড, উত্তর হাওড়া, বালির সাথে সংযোগ রক্ষা করে এই ব্রিজ। কংক্রিটের এই রেলসেতু দিয়ে এখনো হাজার হাজার যানবাহন চলাচল করছে। ফুটপাত ব্যবহার করছে অসংখ্য মানুষ। মাঝেমধ্যে টুকটাক তাপ্পি মারা হলেও আসল রোগ মেরামত করার দিকে কেউ কোনও আগ্রহ দেখায়নি। সেটা হলে আরো অনেকদিন বাঙালবাবুর কাছ থেকে পরিষবা পাওয়া যেতে পারতো বলে মনে করে এলাকার মানুষ।
সেতু বিশেষজ্ঞ দেবাশীষ ঘোষ জানান, "যে কোনোও রেল ব্রিজের দেখভালের ক্ষেত্রে কেন্দ্র রাজ্য সমন্বয় থাকা জরুরি। রেল ব্রিজ কেন্দ্রের অধীনে হলেও যে রোডের ওপর ব্রিজ তৈরি তার পরিচর্যায় দায়িত্ব রাজ্যের। স্বাভাবিকভাবেই হাওড়ার ঐতিহ্যবাহী বাকল্যান্ড ব্রিজের ব্যাপারে কেন্দ্র-রাজ্য সমন্বয়ের অভাব রয়েছে। একটা কংক্রিটের ব্রিজের স্বাস্থ্য কেমন আছে তা পরীক্ষা করা অত্যন্ত জরুরি। বিশেষ করে এ ক্ষেত্রে পিলারে ফাটল এবং সেখান দিয়ে বৃষ্টির জল চুঁইয়ে পড়া, রোদের তাপে পিলারের ভিতরে থাকা লোহায় মরচে পড়ে। এরফলে পিলার কমজোরি হয়। যা ওপর থেকে বোঝা না গেলেও ব্রিজের ভারসাম্য নস্ট হতে শুরু করে। সাধারণত রক্ষণাবেক্ষণের অভাবই এর জন্য দায়ী। যদিও বর্তমানে বাকল্যান্ড ব্রিজের বিকল্প হিসেবে নতুন একটি রেলসেতু নির্মাণ করা হয়েছে।
নারায়ণ রতন দত্ত, হাওড়া
#Kolkata #Howrah #Indian Railway #government of West Bengal #বাঙাল বাবু ব্রিজ #হাওড়া #কলকাতা
Address
3721 2nd Street
Saltlake Sector V, Kolkata 700 091
Contacts
+91 98300 71925
Contract.subhendu.etv@gmail.com