সাধক ছিলেন না, তবে কালীর সঙ্গেই নাম উচ্চারিত হয় ফাটাকেষ্টর

'কালী কলকাত্তা ওয়ালি' সারা দেশে কালীর সঙ্গে কলকাতার সম্পর্ককে এভাবেই দেখা হয়। কারণ এই শহরের কালীঘাট, দক্ষিণেশ্বর, ঠনঠনিয়া কালীবাড়ি, ফিরিঙ্গি কালীবাড়ি থেকে লেক কালীবাড়ি যেনো এক একটা ইতিহাস। এই ইতিহাসে কলকাতার বাইরেও বীরভূম, বর্ধমান, হুগলি সহ বহু জেলার নামও আছে। এইসব জায়গায় কালী সাধক হিসেবে রামকৃষ্ণ, রামপ্রসাদ, বামাখ্যাপা, কমলাকান্তের নাম রয়ে গিয়েছে। সেই তালিকায় কখন যেনো নাম লিখিয়ে ফেলেছে ফাটাকেষ্ট।

ফাটাকেষ্ট কালীর সাধক ছিলেন না। তবুও কালীর সঙ্গে তাঁর নাম এমন ভাবে জড়িয়ে গিয়েছে যে, সেখানে না গেলে কলকাতার কালীপুজো দেখা অসম্পূর্ণ থাকে। উত্তর কলকাতার লাগোয়া সীতারাম ঘোষ স্ট্রিটের নব যুবক সঙ্ঘের ব্যানারে এই পুজো হলেও এটা ফাটাকেষ্টর পুজো বলেই বিখ্যাত। শুধু কলকাতা নয় শহর পেড়িয়ে দেশ বিদেশে এখন এই ব্যানারে একাধিক পুজো হয়েছে। নতুন পুজোর আবেদনও আসছে।

কে এই ফাটাকেষ্ট?

ফাটাকেষ্টর আসল নাম কৃষ্ণচন্দ্র দত্ত। উত্তর কলকাতার সীতারাম ঘোষ স্ট্রিটের সরু গলির এই বাসিন্দা। ছোট থেকেই খুব ডানপিটে ছিলেন। একদিন এলাকার এক দুষ্কৃতীর আক্রমণে সারা শরীর ক্ষতবিক্ষত হয়। তারপর থেকেই কৃষ্ণচন্দ্র কে এলাকার লোকে ফাটাকেষ্ট বলে ডাকতে শুরু করে। পরবর্তী সময়ে রাজনীতির সঙ্গে তিনি যুক্ত হন। কংগ্রেস ঘনিষ্ঠ ফাটাকেষ্টর বিরুদ্ধে অপরাধ জগতের সঙ্গে যোগাযোগের অভিযোগ ছিলো। অনেকের মতে তিনিই ছিলেন কলকাতার প্রথম 'ডন'। তিনিই নব যুবক সংঘে কালীপুজো শুরু করেছিলেন। একসময়ে দেশের তাবড় তারকারা এসেছিলেন এই পুজোতে অনুষ্ঠান করতে। অমিতাভ বচ্চন, আরডি বর্মন, উত্তম কুমার, আশা ভোঁসলে কে নেই এই তালিকায়। জাঁকজমক, অনুষ্ঠানে কলকাতার বাকি পুজোগুলোকে রীতিমতো টেক্কা দিয়ে সামনের সারিতে চলে এসেছিলো। কলকাতার সরু গলির এই পুজো একটা ব্র্যান্ড হিসেবে পরিচয় পেয়েছে। রাজ্যের বাইরে তো বটেই দেশের বাইরেও প্রবাসী বাঙালীরা এই নাম দিয়ে পুজো করার আবেদন জানিয়ে থাকে। 2009 সালে মুম্বইয়ের আন্ধেরি স্পোর্টস কমপ্লেক্স এই পুজো শুরু হয়েছিল৷ নাম ছিল 'ফাটাকেষ্টর কালীপুজো নব যুবক সংঘ'৷ এরপর অন্যরাজ্য থেকেও আবেদন এসেছিলো। কর্তৃপক্ষের কাছে আমেরিকা, ইতালির মতো দেশ থেকেও এই নামে পুজো করার আবেদন আসছে বলে জানা গিয়েছে।

শুধু জাঁকজমক নয়, ভক্তদের কাছে এই কালী জাগ্রত

আলোকসজ্জা বা জমকালো অনুষ্ঠান এর পাশাপাশি এখানে পুজোও হয় নিষ্ঠা সহকারে। দূর দূরান্ত থেকে অগণিত ভক্ত আসেন এখানে পূজা দিতে। বহু তারকার গয়না পরানো হয় এই কালীমূর্তিতে। এই প্রতিমার বিশেষ রূপও মানুষকে আকর্ষণ করে। এখানে পুরোহিত মায়ের ভোগ রাঁধেন৷ ভাত, ডাল, পাঁচ রকম ভাজা, তরকারি আর পায়েস নিবেদন করা হয়৷ এরপর সেই ভোগ মিশিয়ে দেওয়া হয় পোলাও, আলুর দম, পনিরের সঙ্গে ৷ হাজার হাজার ভক্তর মধ্যে সেই প্রসাদ বিতরণ করা হয় প্রতিবছর।

ফাটাকেষ্টর কালী যেনো একটা মিথ

ফাটাকেষ্টর কালীপুজো কোনও সাধকের সাধনা ছিলো না। তাঁর পুজোয় খুশি হয়ে মা কালী তাঁকে দর্শন দিয়েছে এমনটাও নয়। নিজের প্রতিদ্বন্দ্বীদের ক্ষমতা দেখানোর জন্য। প্রতিযোগী পুজোগুলোর মধ্যে সেরা হওয়ার জন্য মূলত এই পুজো করতেন ফাটাকেষ্ট। হয়তো এই কাজে তিনি সফলও হয়েছিলেন। কিন্তু তাঁর মৃত্যুর পরেও এই পুজোর গরিমা বেড়েছে বই কমেনি। কলকাতার মানুষের কাছে এখন আরাধ্য ফাটাকেষ্টর কালী। ভক্তরা পুজো দিতে আসেন, মানত করেন, কালীমূর্তির ছবি বাঁধিয়ে রাখেন। শ্যামা কালী, রক্ষাকালী, দক্ষিণা কালীর সাথে একই ভাবে নাম উঠে আসে ফাটাকেষ্টর কালী। কালীর সাথে ফাটাকেষ্টর নাম এভাবেই জুড়ে গিয়েছে

#West Bengal #Kolkata Kali Puja #Fatakesto #ফাটাকেষ্ট #কলকাতার কালীপুজো

Address

3721 2nd Street
Saltlake Sector V, Kolkata 700 091

Contacts

+91 98300 71925
Contract.subhendu.etv@gmail.com