টিকিট না মেলায় আটক লালুর গাড়ি

নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পর থেকেই রাষ্ট্রীয় জনতা দল (RJD)-এর প্রার্থীতালিকা নিয়ে বিরোধ চরমে উঠেছে। পাটনার রাবড়ী দেবীর বাসভবনের চিত্র এখন যেন এক রাজনৈতিক ‘অখাড়া’। যেখানে দলীয় কর্মীদের বিক্ষোভ দিনে দিনে আরও উত্তপ্ত হয়ে উঠছে। শুক্রবার পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। যখন আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের কনভয় বের হচ্ছিল। তখনই তাঁর গাড়ি আটক করে দলের কর্মী-সমর্থকেরা। তাঁদের দাবি, বড়হারা আসন থেকে প্রাক্তন বিধায়ক সরোজ যাদবকে টিকিট দিতে হবে। নেতার ছবি নিয়ে কর্মীদের এই বিক্ষোভে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর আগে বুধবার রাতেও কর্মীরা সরোজ যাদবের টিকিটের দাবিতে রাবড়ী বাসভবনের সামনে জড়ো হয়েছিলেন।

বর্তমান বিধায়কের বিরুদ্ধে কাজ না করার অভিযোগ

সাধারণ মানুষের পাশাপাশি বর্তমান বিধায়কদের বিরুদ্ধেও মুখ খুলছেন কর্মীরাও। মাসৌধির মহিলা বিধায়ক রেখা পাশওয়ানের বিরুদ্ধে আরজেডি সমর্থকরা রাবড়ীর বাড়ির সামনে ঘণ্টার পর ঘণ্টা বিক্ষোভ করেন। তাঁদের অভিযোগ, গত ১০ বছরে রেখা পাশওয়ান এলাকায় কোনো কাজ করেননি। ঠিক একইভাবে, মখদুমপুরের আরজেডি বিধায়ক সতীশ কুমার দাসের বিরুদ্ধেও প্রবল বিক্ষোভ দেখা যায়। ক্ষুব্ধ কর্মীরা রাবড়ী বাসভবনের ভেতর পর্যন্ত ঢুকে পড়েন। তাঁদের অভিযোগ, বিধায়ক এলাকার জন্য কোনো কাজ করেননি এবং তাঁকে আবার প্রার্থী করা হলে দল নিশ্চিতভাবে হারবে।

দাবিতে অনড় কর্মীদের অবস্থান বিক্ষোভ

শুক্রবার রাবড়ী বাসভবন থেকে লালু প্রসাদ বের হওয়ার সময় কর্মীরা তাঁকে ঘিরে ধরেন। যদিও নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি সামলে লালুর কনভয়কে বের করে দেন, তবুও সমর্থকরা তাদের দাবিতে অনড় থেকে বাড়ির বাইরে অবস্থান করতে থাকেন। নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে, প্রিয় নেতার টিকিট নিশ্চিত করতে কর্মীরা সর্বশক্তি দিয়ে চাপ সৃষ্টি করছেন। ফলে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবন এখন সত্যিকারের এক রাজনৈতিক ময়দানে পরিণত হয়েছে।

#election #Bihari election 2025 #Lalu Prasad Yadav #Ex CM Bihar #বিহার বিধানসভা নির্বাচন #লালু প্রসাদ যাদব

Address

3721 2nd Street
Saltlake Sector V, Kolkata 700 091

Contacts

+91 98300 71925
Contract.subhendu.etv@gmail.com