হৈ-হুল্লোড় নয়, এইভাবে জন্মদিন পালন করে সমৃদ্ধির পরিবার

কেক কাটা, উপহার পাওয়া, নতুন জামাকাপড় পরে বেড়াতে যাওয়া। পরিবার আত্মীয়স্বজন, বন্ধুদের সাথে পার্টি করা। জন্মদিন মানে এই ছবিটাই সাধারণভাবে আমাদের সামনে ফুটে ওঠে। কিন্তু সবজায়গাতে যেমন ব্যতিক্রম আছে এক্ষেত্রেও সেরকম দেখা গেলো। উত্তর ২৪ পরগণার অশোকনগরের নালন্দার পাল পরিবারের ছোট্ট সদস্য সমৃদ্ধি। গত ১৪ই অক্টোবর তাঁর জন্মদিন ছিলো। ৫ থেকে ৬ বছরে পা দিল সে। কিন্তু আর পাঁচজনের মতো নয়, প্রফুল্ল নগর নার্সারি এন্ড কেজি স্কুলের কেজি ২-এর ছাত্রীর জন্মদিন পালন করা হলো ক্যান্সার আক্রান্ত শিশুদের সাথে। ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে। ওই শিশুদেরকে সঙ্গে নিয়ে প্রথমে কেক কাটা হয়। এরপর তাঁদের হাতে তুলে দেওয়া হয় ফল ও খেলনা। এবং সবার জন্য আয়োজন করা হয়েছিলে ম্যাজিক শোয়ের। সঙ্গে ছিল আস্থা নামে স্বেচ্ছাসেবী সংগঠন।

সমৃদ্ধি জানিয়েছে, একটাই প্রার্থনা যেন বন্ধুরা দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। সমৃদ্ধির বাবা সুমন পাল। দীর্ঘদিন ধরেই সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত। মেয়েকেও তিনি এই ভাবনায় উদ্বুদ্ধ করতে চান। তিনি বলেন, "একা নয়, সবাইয়ে নিয়ে চলতে হবে। কেউ পিছিয়ে পড়লে তাঁকেও সাথে নিয়ে এগোতে হবে। আজকাল কেউ এরকম ভাবে ভাবে না। ইঁদুর দৌড়ে সবাই এগিয়ে যেতে চায় যেভাবেই হোক। আর এই ভাবনা থেকেই আসে স্বার্থপরতা। অথচ সবাই একসাথে চললে জীবনটা হয় অন্যরকম। আনন্দের। তাই আমি চাই পরবর্তী প্রজন্ম যেন স্বার্থপর না হয়। সবাই যেন একসাথে চলতে পারে। মেয়ের মধ্যেও যাতে সমাজকে নিয়ে ও সমাজের সঙ্গে বড় হওয়ার চেতনা তৈরি হয় সেই প্রচেষ্টাই করা হয়। এই কারণেই জন্মদিনটা একটু অন্যভাবে পালন করা হয়ে থাকে। তিন বছর বয়স থেকেই জন্মদিন পালন করেন পিছিয়ে পড়া বা অনাথ পরিবারের বাচ্চাদের সঙ্গে।"

Address

3721 2nd Street
Saltlake Sector V, Kolkata 700 091

Contacts

+91 98300 71925
Contract.subhendu.etv@gmail.com