একটা গুজবেই নাম ছড়িয়ে পড়েছিলো 'ফিরিঙ্গি কালীবাড়ি'-র


শিয়ালদায় ট্রেন থেকে নেমে অফিসে যাওয়ার সময় এই জায়গায় এসে অনেকেই এসে গতি কমান। কপালে আঙুল ঠেকিয়ে আবার যাত্রা শুরু করেন। ফেরার পথে আরতির সময়েও কিছুক্ষণ দাঁড়িয়ে দুই হাত জোড় করে মনের ইচ্ছেটা টুক করে জানিয়ে দেন। বৌবাজার স্ট্রিট ও চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের সংযোগ স্থলে, ২৪৪, বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট। এখানেই একটা বিখ্যাত কালী মন্দির। যার নাম ফিরিঙ্গি কালীবাড়ি। অনেকেই আবার ইতিহাসের স্বাক্ষী হিসেবে এই মন্দির দর্শন করতে আসেন
'ফিরিঙ্গি কালীবাড়ি' এই নামটা কী করে এলো?
উত্তমকুমার অভিনীত বিখ্যাত বাংলা সিনেমা অ্যান্টনি ফিরিঙ্গি। এখানে এক পর্তুগিজ যুবক হ্যান্সম্যান অ্যান্টনির জীবনের উপর নির্মিত এই সিনেমা। পর্তুগিজ হলেও বাংলা কবিগানের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন তিনি। ইউরোপিয়ান সাহেবের গলায় এই গান দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে বাঙালির কাছে। স্থানীয় জনশ্রুতি অনুসারে বলা হয়, উনিশ শতকের কবিয়াল অ্যান্টনি ফিরিঙ্গি নাকি এই মন্দিরে পুজো দিতে আসতেন বলে এই কালীর নাম হয়েছে ‘ফিরিঙ্গি কালী’। কিন্তু এটা নেহাতই কল্পকাহিনি।
কবিয়াল অ্যান্টনির পুরো নাম হ্যান্সম্যান অ্যান্টনি কলকাতায় কবিগানের আসরে মাঝে মাঝে যোগ দিতে এলেও তিনি বসবাস করতেন চন্দননগরে। মধ্য কলকাতার এই মন্দিরের সঙ্গে তাঁর যোগ থাকার কোনও প্রমাণ নেই। ঐতিহাসিক রাধারমণ মিত্রও এই মন্দিরের সঙ্গে কবিয়াল অ্যান্টনির যোগের আখ্যানকে ভুল বলে উল্লেখ করেছেন। তিনি তাঁর ‘কলকাতা দর্পণ’ বইয়ে লিখেছেন, 'অ্যান্টনি কবিয়ালের সঙ্গে ফিরিঙ্গি কালীবাড়ির কোনও সম্পর্ক নেই। এটি অপপ্রচার।'
মন্দিরের প্রতিষ্ঠাকাল নিয়েও রয়েছে রহস্য
মন্দিরের গায়ে লাগানো ফলকে প্রতিষ্ঠাকাল হিসেবে ৯০৫ বঙ্গাব্দের উল্লেখ রয়েছক। তাহলে মন্দিরের বয়স দাঁড়ায় ৫২৫ বছর। অত বছর আগে মধ্য কলকাতার এই অঞ্চলে জনবসতি ছিল না। ভাগীরথী নদী আর তাকে ঘিরে কিছু খাল এই অরণ্যসঙ্কুল অঞ্চলে জালের মতো ছড়িয়েছিল। সেই সময় এখানে কে বা কারা মন্দির প্রতিষ্ঠা করেছিল তা নিয়ে বিতর্ক রয়েছে।
ফিরিঙ্গিকালীর মন্দিরে প্রতিষ্ঠিত মূর্তি সিদ্ধেশ্বরী রূপের
শাস্ত্র অনুসারে কালীর বিভিন্ন রূপ আছে। তবে কলকাতার বিভিন্ন মন্দিরে সাধারণত দক্ষিণাকালী ও সিদ্ধেশ্বরীকালী বিগ্রহই বেশি দেখা যায়। ফিরিঙ্গিকালীর মন্দিরেও রয়েছে কালীর সিদ্ধেশ্বরী রূপের বিগ্রহ নিত্যপুজো ছাড়াও বছরে বেশ কয়েকটা তিথিতে এখানে পুজো হয়। কালীপুজোর রাতে এখানে প্রচুর ভক্ত সমাগম হয়।
#ফিরিঙ্গিকালীবাড়ি #কলকাতাকালীপুজো #কালীবাড়ি #কালীমন্দির #কলকাতা #অ্যান্টনিফিরিঙ্গি #kolkata #kolkatakalipujo #kalibari #kaliTemple #kolkatatemple #Heritage
Address
3721 2nd Street
Saltlake Sector V, Kolkata 700 091
Contacts
+91 98300 71925
Contract.subhendu.etv@gmail.com
