ভূত চতুর্দশী কেনও পালন করা হয়? ১৪ শাক বা ১৪ প্রদীপের কারণ কী?

কালীপুজোর আগের দিন আসে ভূত চতুর্দশী। মনে করা হয়, এদিন প্রেতাত্মারা পৃথিবীতে আসে। কিন্তু কেন পালন করা হয় এই দিনটিকে? জানা যায়, দানবরাজ বলি যখন স্বর্গ, মর্ত্য ও পাতাল দখল করে অত্যাচার শুরু করেছিলো তার আক্রোশ থেকে ছাড় পেলেন না দেবতারাও। বলির তাণ্ডব ঠেকাতে ভগবান বিষ্ণু বামনের ছদ্মবেশে এসে তিন পা সমান জমি ভিক্ষা চাইলেন তার কাছে। দানবরাজ কিন্তু শুরুতেই বুঝেছিলেন এই বামন আর কেউ নন, স্বয়ং বিষ্ণু। কিন্তু এরপরও না বোঝার ভান করে রাজি হয়ে গেলো। বিষ্ণু তখন দুই পা দিয়ে স্বর্গ ও মর্ত্য দখল করে ফেললেন। এরপর নাভি থেকে বেরিয়ে এলো আরেক পা, যা রাখলেন বলি রাজার মাথার উপর। সঙ্গে সঙ্গেই পাতালে নেমে গেলেন দানবরাজ বলি। সেই থেকে পাতালই হল স্থায়ী ঠিকানা।

বলিরাজ জেনে বুঝেও জমি দান করেছিলেন বলে, ভগবান বিষ্ণু রাজা বলির নরকাসুর রূপের পুজোর প্রবর্তন করেন। নরকাসুররূপী রাজা বলি কালীপুজোর আগের দিন ভূত চতুর্দশীর তিথিতে অসংখ্য অনুচর-সহ মর্ত্যে নেমে আসেন পুজো নিতে। মনে করা হয় ভূত চতুর্দশীর দিন পরলোকগত চৌদ্দ পুরুষের আত্মারা ফিরে আসেন। ১৪ শাক খাওয়ার রীতিও তাঁদের খুশি করতেই। অশুভ শক্তি রুখতে ১৪ প্রদীপ জ্বালানো হয়। হিন্দুদের বিশ্বাস, মৃত্যুর পর দেহ পঞ্চভূতে বিলীন হয়ে যায়। অর্থাৎ আকাশ, মাটি, জল, হাওয়া, অগ্নি- প্রকৃতির এই পাঁচ উপাদানের মধ্যেই মিশে থাকেন পূর্বপুরুষরা। আর তাই প্রকৃতি থেকে সংগ্রহ করা ১৪ রকমের শাক মৃত ১৪ পুরুষের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। জয়ন্তী, শাঞ্চে, হিলঞ্চ, ওল, পুঁই, বেতো, সর্ষে, কালকাসুন্দে, নিম, পলতা, শৌলফ, গুলঞ্চ, ভাঁটপাতা ও শুষণী- মূলত এই ১৪ রকমের শাক রান্না করা হয়। ১৪ শাক ধুয়ে সেই জল ছিটিয়ে দেওয়া হয় বাড়ির প্রতিটি কোণে।

তবে ১৪ শাক খাওয়া ও ১৪ প্রদীপ জ্বালানোর বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে। বৈজ্ঞানিক মতে, ঋতু পরিবর্তনের জন্য এই সময় নানা ধরনের অসুখ হয়ে থাকে। ১৪ শাক খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আবার হেমন্তের শুরুতে পোকার উপদ্রব দূর করতে বাড়িতে ১৪ প্রদীপ জ্বালানো হয়।

ভারতের কিছু অঞ্চলে, কালি চৌদাস হল মহাকালী বা শক্তি উপাসনার নির্ধারিত দিন। কালি চৌদাস হল অলসতা দূর করার দিন যা মানুষের জীবনে আলো প্রদান করে। যমকেও এই দিনে প্রদীপ জ্বালিয়ে পূজো দেওয়া হয়ে থাকে।

#ভূত_চতুর্দশী

Address

3721 2nd Street
Saltlake Sector V, Kolkata 700 091

Contacts

+91 98300 71925
Contract.subhendu.etv@gmail.com