বন্দুকের নলই ক্ষমতার উৎস? ভোটে এগোতেই বিহারে বাড়ছে অস্ত্রের চাহিদা, পুলিশ চালাচ্ছে 'অপারেশন ক্লিন'


ভোটে জেতার দুটো রাস্তা। এক প্রচারের মাধ্যমে মানুষের মন জয় করা। আর দ্বিতীয়ত, বিরোধীদের ভোট দেওয়া আটকানো। বিহার বিধানসভা নির্বাচনে দুই পথেই রণকৌশল সাজাচ্ছে রাজনৈতিক দলগুলি? সম্প্রতি পুলিশি তদন্তে বাড়তে থাকা অস্ত্রের চাহিদা সেই দিকেই ইঙ্গিত করছে। বিহারের মুঙ্গেরকে দেশের সবচাইতে বড় অবৈধ অস্ত্রের বাজার হিসেবে মনে করা হয়। যতই নির্বাচনের আবহ তৈরি হয়, ততই এখানে তৈরি হওয়া ‘মেড ইন মুঙ্গের’ অস্ত্র, বিশেষ করে ‘মুঙ্গেরিয়া পিস্তল’-এর চাহিদা বেড়ে যায়। কারণ ক্ষমতা দখলের জন্য শুধুমাত্র উন্নয়নের প্রতিশ্রুতিই যথেষ্ট নয়। দুষ্কৃতীদের হাতে বন্দুক তুলে দেওয়ার বহু উদাহরণ রয়েছে। তাই শুধু বিহার নয় রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় মুঙ্গেরের অস্ত্রের বাজার কখনোই মন্দা যায় না। আর খোদ মুঙ্গেরেই যখন নির্বাচন হয় তখন পুলিশকেও বাড়তি সতর্ক থাকতে হয় বৈকি।
পুলিশের অপারেশন ক্লিন, ৭ দিনে ৭ মিনিগান ফ্যাক্টরির হদিস
আগামী ৬ নভেম্বর মুঙ্গেরে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এই নির্বাচন শান্তিপূর্ণ করতে পুলিশ জোর প্রস্তুতি নিচ্ছে। এসপি সৈয়দ ইমরান মাসুদের নেতৃত্বে ধারাবাহিকভাবে অভিযান চালানো হচ্ছে। ৬ অক্টোবর থেকে ১২ অক্টোবরের মধ্যে পুলিশ টানা অভিযান চালিয়ে ৭টি মিনি গান ফ্যাক্টরির পর্দাফাঁস করা হয়েছে। সেইসঙ্গে ১১জন বেআইনি অস্ত্র কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। একই সঙ্গে ১৫টি পিস্তল, ২৩টি পিস্তলের অংশ এবং অস্ত্র তৈরির যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে।
শান্তিপূর্ণ নির্বাচন করাতে দ্বিমুখী রণকৌশল
একদিকে দুষ্কৃতি দমন অন্যদিকে ভোটারদের মন থেকে ভয় দূর করতে চায় প্রশাসন। বেআইনি অস্ত্রের বাড়বাড়ন্ত রুখতে পুলিশের পক্ষ থেকে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। এই দলটি দিওয়ারা ও পাহাড়ি-র মতো স্পর্শকাতর এলাকায় নজর রাখবে। অন্যদিকে পুলিশ ও আধাসামরিক বাহিনি এলাকায় নিয়মিত টহল দেবে। এসপি জানিয়েছেন যে, "বিধানসভা নির্বাচন সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে হবে এবং কোনও অসামাজিক কাজকর্ম বরদাস্ত করা হবে না।
#Bihar_election #Election_Commission #Bihar_Police #বিহার_বিধানসভা_নির্বাচন_2025 #operation_clean
Address
3721 2nd Street
Saltlake Sector V, Kolkata 700 091
Contacts
+91 98300 71925
Contract.subhendu.etv@gmail.com
