মায়ের দেখা পেয়ে ডাকাতি ছেড়েছিল মেটেরা, ৩০০ বছর ধরে চুরির জিনিস দিয়ে কালীপুজো করছে পরবর্তী প্রজন্ম

একটা সময়ে ডাকাতের দৌরাত্ম ছিলো বাংলার বিভিন্ন জায়গায়। সেই ডাকাতদের মধ্যে অন্যতম ছিলো বর্ধমানের আউশ গ্রামের মেটে সম্প্রদায়। প্রায় ৩০০ বছর আগে এমনই এক ডাকাতির উদ্দেশ্যে বোলপুরে গিয়েছিলো তারা। কিন্তু পথে এক অবিবাহিত নারীকে দেখে অবাক হয় তারা। গভীর রাতে একা এক নারীকে দেখে সঙ্গে করে নিয়ে আসতে চায় ডাকাত দল। কিন্তু মাঝপথে সেই নারীই কালীর রূপ ধারণ করে। এইরকম পরিস্থিতিতে দুর্ধর্ষ ডাকাত দল নিজেদের চোখের জল ধরে রাখতে পারেনি। সাক্ষাৎ মা কালীর দর্শন পেয়ে সৎপথে ফিরে আসার কথা দেয় তারা। তারপর থেকেই সেই এলাকায় পাণ্ডুক বামা কালী পুজোর আয়োজন করা হয়। প্রতিবছর ধরে এখানে সেই কালীপুজো হয়ে থাকে। তবে সেই কালীপুজোয় চুরির কোনও সামগ্রী ব্যবহার করা হয়ে থাকে। এবং মেটেদের পরবর্তী প্রজন্ম এই কাজটা করে আসছে। এটাই রীতি। অনেকে মনে করে ডাকাত দলের প্রতিজ্ঞা স্মরণ রাখার জন্যই এটা করা হয়ে থাকে। অনেকে আবার বলেন যেহেতু পূর্বপুরুষ ডাকাতি করতো তার প্রায়শ্চিত্ত করার জন্য এ কাজ করে পরবর্তী প্রজন্ম। মেটেদের বংশধররা এখন সমাজের মূল স্রোতের অংশ। বিভিন্ন কাজকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তাঁরা। কিন্তু পুজোর সময় সবাই গ্রামে ফিরে আসেন। এবং এই পুজোর রীতিনীতি-র সঙ্গে জুড়ে যান।

কেমন হয় এই পুজো

এলাকার মানুষের মধ্যে যথেষ্ট জনপ্রিয় এই বামা কালী। বহু দূর থেকেও প্রচুর মানুষ আসেন এখানে পুজো দিতে। পুজোর সময় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। আর এর মধ্যে সবচাইতে আকর্ষণীয় ২২ ফুট উচ্চতার নীল রংয়ের এই প্রতিমা। যারা টানেও অনেকেই এখানে চলে আসেন

নিজেদের এই সংস্কৃতি আগামী দিনেও টেনে নিয়ে যেতে চায় মেটেরা

পূর্বপুরুষরা ডাকাতি করতো। এটা কোনও গৌরব গাথা না হলেও। তারা যে মায়ের দর্শন পেয়েছিলো এটাকে নিজেদের পরিবারের স্মরণীয় ঘটনা বলে মনে রাখতে চায় মেটেদের পরবর্তী প্রজন্ম। উল্লেখযোগ্য কোনও কর্মকাণ্ড না করেও তাঁরা আজকের দিনেও এলাকায় সুপ্রসিদ্ধ। এটাকেই মা কালীর আশীর্বাদ হিসেবে দেখেন তাঁরা। আর তাই এই রীতি আগামী প্রজন্মের মধ্যেও দিয়ে যেতে চান। তাই ছোট থাকতেই বাড়ির সদস্যদের সাথে এই রীতিনীতি-র পরিচয় করানো হয়ে থাকে

#Kali_Puja_Kolkata #Kali_Puja #বর্ধমান_কালীপুজো #কালীপুজো2025 #বামা_কালী #ডাকাত_কালী #চুরির_সামগ্রীতে_কালীপুজো

Address

3721 2nd Street
Saltlake Sector V, Kolkata 700 091

Contacts

+91 98300 71925
Contract.subhendu.etv@gmail.com