পার্টি না পুত্র? ধর্ম সংকটে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমার চৌবে

ভোট যত এগিয়ে আসছে রাজনীতির জটিল হিসেবনিকেশ তত প্রকাশ্যে এসে পড়ছে। এবার সেই কঠিন অংকের সমাধান করতে জেরবার হতে হচ্ছে অশ্বিনী কুমার চৌবের মতো রাজনীতির পুরনো খেলোয়াড়কেও। বিজেপি-র এই তারকা প্রচারককে একটি রাস্তা বেছে নিতে হবে। হয় দলের প্রার্থীর হয়ে প্রচার করতে হবে নয়তো নিজের পুত্রের সমর্থনে নামতে হবে। বিহারের ভাগলপুর বিধানসভা আসনে দলের মনোনীত প্রার্থী রোহিত পাণ্ডে। বিজেপি চায় রোহিত পাণ্ডের মতো এনডিএ-র প্রার্থীদের হয়ে প্রচারে নামুন অশ্বিনী চৌবে। তারকা প্রচারক হিসেবে তাঁর নামও ঘোষণা করা হয়েছে। অন্যদিকে তাঁর পুত্র অর্জিত শাশ্বত চৌবে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ানোর প্রস্তুতি নিতে শুরু করেছেন।

অর্জিতের নির্দল প্রার্থী হতে চাওয়ার কারণ

অর্জিত শাশ্বত চৌবের টিকিট না পাওয়ার কথা ছিলো এনডিএ-র তরফে। কিন্তু শেষ পর্যন্ত তাঁর নাম ঘোষণা করা হয়নি। এরফলে একপ্রকার ক্ষুব্ধ হয়েই তিনি নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়ার চিন্তাভাবনা শুরু হয়েছে। সেই মতো প্রস্তুতিও চলছে জোর কদমে। মনোনয়ন দাখিল করা হবে বলেও সূত্রের খবর। রাজনীতির কারবারিরা হিসেব কষে একটা বিষয় বুঝতে পারছেন, যদি অশ্বিনী চৌবে বিজেপির পক্ষে প্রচার না করে পুত্র অর্জিতকে সমর্থন করেন তাহলে বিজেপির জন্য চিন্তার কারণ হতে পারে। কারণ এতে ভোট ভাগ হওয়ার আশঙ্কা রয়েছে।

দলে বিদ্রোহ বাড়ায় ভাগলপুরে অস্বস্তিতে বিজেপি

ভাগলপুরে বিজেপির সমস্যা শুধু অর্জিত চৌবের বিদ্রোহে সীমাবদ্ধ নয়। দলের রাজ্য কার্যসমিতির সদস্য মণীশ দাসও বিদ্রোহ ঘোষণা করেছেন। তিনিও নির্দল প্রার্থী হিসেবে লড়ার কথা ঘোষণা করেছেন। এই দুই নির্দল প্রার্থী নির্বাচনে নামলে ভাগলপুর ত্রিমুখী লড়াইয়ের দিকে যেতে পারে। এর ফলে বিরোধীদের লাভ তোলার সম্ভাবনা রয়েছে।

Address

3721 2nd Street
Saltlake Sector V, Kolkata 700 091

Contacts

+91 98300 71925
Contract.subhendu.etv@gmail.com