চার বোন সহ একশো কালী পুজো নিতে আসেন, কালীপুজোর পরের দিন নাচতে নাচতে বিদায় নেন, অনেক রহস্য কালীগ্রামে

বর্ধমানের মেমারির আমাদপুর। এখানে মা কালী আসেন সবান্ধবে। প্রতিবছর কালীপুজোর সময় এখানে হাজির হন চার কালী বোন। বড় মা, মেজো মা, সেজো মা এবং ছোট মা। চার বোনের পাশাপাশি এই গ্রামে সিদ্ধেশ্বরী, বুড়িমা, ডাকাত কালী, ক্ষ্যাপা মা, আনন্দময়ী মা এরকম ভিন্ন নামে প্রায় ১০০ কালী এসে উপস্থিত হন। এছাড়াও প্রায় প্রতি বাড়িতে কালীপূজা হয়ে থাকে। কালীপুজোর দিন এখানে ভৈরবের পুজোও হয়। প্রায় ৪০০ বছর ধরে এভাবে কালী পুজো হয়ে আসছে বলে এটাকে কালীগ্রাম বলা হয়। কালীপুজোকে কেন্দ্র করে উৎসবের আনন্দে মেতে ওঠে গোটা গ্রাম। কালীপুজোর সময় গ্রামে ঢুকলে প্রথমেই প্রায় ২০ ফুট উচ্চতার বড় মা-এর দর্শন পাওয়া যাবে। আরও কিছুটা এগোলেই রয়েছেন প্রায় সম উচ্চতার মেজো মা। তার আশপাশে রয়েছে সেজো মা ও ছোট মা-র মন্দির।

কীভাবে এই পুজোর সূত্রপাত?

কথিত আছে, এই গ্রামের পাশ দিয়েই বয়ে চলেছে বেহুলা নদী। বর্তমানে তা মজে গেলেও এক সময় এখান থেকে বড় বড় নৌকা চলতো। পণ্য পরিবহনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল এই নদী। বণিকরা এই নদীর মাধ্যমে ব্যবসা করার জন্য যাতায়াত করতেন। কিন্তু সেই সময়ে এইসব এলাকায় জলদস্যুদের খুব দাপট ছিল। তাদের কবলে পড়ে সর্বস্ব খোয়াতে হত বণিকদের। নদীর ধারে এই গ্রামেই ছিল মহাশ্মশান। সেখানে এক সাধু কালীসাধনা করতেন। বণিকরা দস্যুদের হাত থেকে বাঁচতে এই শ্মশানে কালী পুজো দিতেন। এবং মায়ের কৃপায় তাদের যাত্রা মঙ্গল হতো। বিনা বাধায় বণিকরা ব্যবসা করে ফিরে যেতে পারতেন। তারপর থেকেই বিশ্বাস জন্মাতে শুরু করে। লোকমুখে এই কথা চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে। এরপর থেকেই এখানে কালীপুজোর প্রচলন। এখানকার কালীপুজোর আর একটা বিশেষত্ব হলো গঙ্গাজল দিয়ে নয় বেহুলা নদীর জলই পুজোর কাজে লাগানো হয়।

পুজোর পরের দিন মশালের আলোতে নাচতে নাচতে বিদায় নেন দেবী

পুজোর পরের দিন কালী গ্রাম আরো আকর্ষণীয় হয়ে ওঠে। আলো নিভিয়ে দেওয়া হয় গোটা গ্রামের। জ্বালানো হয় মশাল। বাঁচতে থাকে ঢাক-ঢোল-কাঁসর-ঘন্টা। এরপর বড়, মেজো, সেজো আর ছোট মা চতুর্দোলায় করে গ্রামে ঘুরতে বের হন। সারারাত ভক্তদের কাধে চড়ে নাচতে নাচতে এলাকা প্রদর্শন করেন তিনি। বিসর্জনের আগে চার বোন মিলিত হয় জমিদার পাড়ায়

কালীপুজোর জন্য চারিদিকে সুখ্যাতি ছড়িয়ে পড়েছে আমাদপুরের

আমাদপুর রাজ্যের আর পাঁচটি সাধারণ গ্রামের মতই। কিন্তু কালী পুজোর জন্য গ্রামের নাম দিকে দিকে ছড়িয়ে পড়েছে। পুজোর সময় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসেন ভক্ত ও দর্শক মন্ডলী। বিসর্জনের সময় সেই সংখ্যা অনেক বেড়ে যায়। ছোট একটি গ্রামে এত বড় কর্মকাণ্ড হলেও প্রতিবছরই সুষ্ঠুভাবে এটা সম্পন্ন হয়। তার জন্য প্রশাসনের পাশাপাশি গ্রামের মানুষ ও পুজো কমিটিগুলির দক্ষতা প্রশংসার দাবি রাখে

#আমাদপুর #মেমারি #বর্ধমান #কালীপুজো #কালীনৃত্য #Amadpur

Address

3721 2nd Street
Saltlake Sector V, Kolkata 700 091

Contacts

+91 98300 71925
Contract.subhendu.etv@gmail.com