'দেখা দিল না মা কালী', এই অবসাদই কি শেষ করে দিয়েছিল শ্যামাসঙ্গীত সম্রাট পান্নালালকে?

'আমার সাধ না মিটিল আশা না পূরিল' এই গানটিই প্রথম রেকর্ড করেছিলেন। এই কথাটিই সত্যি মনে করে জীবনের ইতি টেনেছিলেন! পান্নালাল ভট্টাচার্যের জীবনের বৃত্ত এই ভাবেই সম্পূর্ণ হয়েছিলো। এমনটাই মনে করা হয়

পান্নালাল ভট্টাচার্যের শ্যামাসঙ্গীত ছাড়া কালীপুজো অসম্পূর্ণ থাকে। জনপ্রিয়তার শীর্ষে থাকা এই তারকার জীবনে না পাওয়ার অবসাদ গ্রাস করেছিল। শ্যামাসঙ্গীতের পাশাপাশি তিনি চেয়েছিলেন 'প্লেব্যাক সিঙ্গার' হতে কিন্তু তাঁর সেই স্বপ্ন পূরণ হয়নি। আবার এই শ্যামাসংগীত করতে করতে একটা সময় মাকে পাগলের মত খুঁজেও দেখা মেলেনি। ১৯৬৬ সালের ২৭ মার্চ কলকাতার কাকুলিয়া রোডের বাড়িতে মাত্র ৩৬ বৎসর বয়সে আত্মহত্যা করেন তিনি।

১৯৩০ সালে হাওড়ার বালিতে জন্ম। বাড়িতে গানের পরিবেশ ছিল। ছোটবেলা থেকেই প্রতিষ্ঠিত শিল্পী দাদা ধনঞ্জয় ভট্টাচার্যকে কাছ থেকে দেখেছেন। তাঁর কাছে গান শিখেছেন। ১৯৪৭ সালে মাত্র সতেরো বছর বয়সে এইচএমভি'তে প্রথম তাঁর শ্যামাসঙ্গীত রেকর্ড করা হয় 'আমার সাধ না মিটিল আশা না পূরিল'। প্রথম গানেই মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন। পান্নালালের গলার ভক্তিরসে মাতাল হচ্ছিল শ্রোতারা। কিন্তু সন্তুষ্ট হতে পারেননি পান্নালাল।

শুধুমাত্র শ্যামাসঙ্গীতে আটকে থাকলে হবে না। দাদা ধনঞ্জয় ভট্টাচার্যের মতো সব ধরনের গান গাইতে চাইছিলেন তিনি। গেয়েওছেন কয়েকটা। কিন্তু তখন সেই আকাশে শচীন দেববর্মণ, জগন্ময় মিত্র, হেমন্ত মুখোপাধ্যায় এবং তাঁর অগ্রজ ধনঞ্জয় ভট্টাচার্যের মতো তারকাদের ভিড়ে হারিয়ে গিয়েছিলেন তিনি।

এরপর দাদা ধনঞ্জয়ের পরামর্শ মত শুধুমাত্র শ্যামাসঙ্গীতেই মনোনিবেশ করলেন পান্নালাল। তার মায়া জড়ানো 'মা' ডাকে তখন মানুষ পাগল হয়ে গিয়েছিল। একটার পর একটা গান হিট। শ্যামাসঙ্গীতের জগতে তখন তিনি নক্ষত্রে পরিণত হয়েছেন। কিন্তু তাতেও তিনি নিজের প্রতি অসন্তুষ্ট ছিলেন।তিনি জানতেন, তাঁর দাদা প্রখ্যাত শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য নাকি মা ভবতারিণীর দর্শন পেতেন! তাঁর মনে হত, তাঁর কপালে কবে এমন মাতৃদর্শন ঘটবে? মাতৃদর্শনের জন্য কখনো মন্দিরে কখনো শ্মশানে পাগলের মতো ঘুরে বেরাতেন। পান্নালাল নাকি শিশুর মতো কাঁদতে-কাঁদতে মাকে ডাকতেন! কিন্তু মা সারা দেয় না। এই অতৃপ্তিতে থেকেই অবসাদে ভুগতে শুরু করেন।

খুব অল্প বয়সে পৃথিবী থেকে তিনি বিদায় নিলেও মানুষের কাছে তিনি অমর হয়ে রয়ে গিয়েছেন। যতদিন বাঙালির ঘরে, মন্দিরে, পূজা মন্ডপে শ্যামাসঙ্গীত বাজবে ততদিন মনে থেকে যাবে পান্নালাল

#শ্যামাসঙ্গীত #পান্নালাল #পান্নালালভট্টাচার্য #কালীপুজো #Shyama_Sangeet #PannalalBhattacharjee #KolkataKaliPuja

Address

3721 2nd Street
Saltlake Sector V, Kolkata 700 091

Contacts

+91 98300 71925
Contract.subhendu.etv@gmail.com