সোনাগাছিতে যমের দুয়ারে পড়লো কাঁটা, অ্যাসিড আক্রান্তরা ভাইফোঁটায় দীর্ঘায়ু কামনা করলো ভাইদের


ভাইফোঁটা বাঙালিদের কাছে খুবই জনপ্রিয় এক উৎসব। এদিন বোনারা ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা করে। ভাইয়েরাও বোনেদের উপহার দেয়। আর এটাকে কেন্দ্র করে বাড়িতে পড়ে যায় উৎসবের ধুম। ভাইয়ের পছন্দ মতো বাড়িতে খাবার বানানো হয়। আবার সন্ধ্যায় বোনের আবদার মেনে রেস্তোরাঁয় টেবিল বুক করে ভাই। এটা হলো শহর কলকাতায় ভাইফোঁটার সাধারণ চিত্র। কিন্তু এরই পাশাপাশি আরেকটা চিত্রও রয়েছে। যেখানে অ্যাসিড আক্রান্ত এক বোন সমাজের মূল স্রোত এড়িয়ে থাকা ভাইয়ের কপালে বিজয় তিলক এঁকে দেয় ভাইফোঁটার মাধ্যমে। এদিন এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ভাইফোঁটার আয়োজন করা হয়েছিলো কলকাতার সোনাগাছির শীতলা মন্দির সংলগ্ন এলাকায়। যৌনকর্মীদের সন্তানদের তৈরি সংগঠনের মাধ্যমে এদিন বিজয়া সম্মিলনীও করা হয়। সমাজের পিছিয়ে পড়া ভাই-বোনদের পাশাপাশি অ্যাসিড আক্রান্ত, দৃষ্টিহীন বোনেরা উপস্থিত হয়েছিলেন। তাঁরা ভাইফোঁটা ও মিষ্টি মুখ করায় ভাইদের আবার ভাইয়েরাও ধান-দূর্বা দিয়ে বোনদের আশীর্বাদ ও দীর্ঘায়ু কামনা করেন। শাড়ি উপহার দেন বোনেদের। এখানে উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ তথা স্বনামধন্য সাহিত্যিক পবিত্র সরকার, আইনজীবী মল্লিকা রায়চৌধুরী, সমাজকর্মী মহাশ্বেতা মুখার্জি, সমাজসেবী বাণীব্রত কাঁড়ার। 'আমরা পদাতিক'-এর এই উদ্যোগকে সকলেই অভিনন্দন জানিয়েছেন।
নারায়ণ রতন দত্ত, হাওড়া
Address
3721 2nd Street
Saltlake Sector V, Kolkata 700 091
Contacts
+91 98300 71925
Contract.subhendu.etv@gmail.com
