হাওড়া পুরসভার চেয়ারম্যান পদ থেকে আচমকা পদত্যাগ করলেন ডা. সুজয় চক্রবর্তী, জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে


হাওড়া পুরসভার চেয়ারম্যান পদ থেকে আচমকা পদত্যাগ করলেন ডা. সুজয় চক্রবর্তী। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি রবিবার রাতে নিজের পদত্যাগপত্র রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে পাঠিয়েছেন বলে জানিয়েছেন। সংবাদমাধ্যমে ডা. চক্রবর্তী জানান, “পদত্যাগের কারণ একান্তই ব্যক্তিগত, এর বেশি কিছু বলতে চাই না।”
উল্লেখযোগ্যভাবে, প্রায় এক বছর আগে তিনি একইভাবে পদত্যাগের ঘোষণা করেছিলেন, তবে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের নির্দেশে দায়িত্বে থেকে যান। কিন্তু এবার তিনি নিয়ম মেনে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন এবং পুরমন্ত্রীকে সেটি গ্রহণ করার অনুরোধ জানিয়েছেন।
এদিকে, হাওড়া পুরসভার উপ-মুখ্য প্রশাসক সৈকত চৌধুরীও দলের নির্দেশ মেনে পদত্যাগ করেছেন। তিনি বর্তমানে দক্ষিণ হাওড়া ব্লকের সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন।
তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি। তবে প্রাক্তন মেয়র ও বর্তমান বিজেপি নেতা ডা. রথীন চক্রবর্তী কটাক্ষ করে বলেছেন, “আমি মেয়র থাকাকালীন হাওড়ায় যে উন্নয়নমূলক কাজ হয়েছিল, তার ছিটেফোঁটাও এখন আর অবশিষ্ট নেই। পরিকল্পনাহীনভাবে নিকাশি ব্যবস্থার কাজের ফলে সামান্য বৃষ্টি হলেই শহর জলমগ্ন হয়ে পড়ে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুও ঘটছে। পার্ক ও গার্ডেনগুলো অবহেলায় নষ্ট হয়েছে, ত্রিফলা আলো উধাও, পানীয় জলের সমস্যা তীব্র। নাগরিক পরিষেবা কার্যত বিপর্যস্ত।”
তিনি আরও দাবি করেন, সাম্প্রতিক প্রশাসনিক অব্যবস্থার মধ্যেই হঠাৎ চেয়ারম্যানের পদত্যাগ এক ধরনের ধোঁয়াশা তৈরি করেছে। রাজনৈতিক মহলে তাই জোর গুঞ্জন—এই পদত্যাগের আড়ালে কি শুধুই ব্যক্তিগত কারণ, নাকি অন্য কোনো অন্তর্নিহিত চাপ কাজ করছে?
Address
3721 2nd Street
Saltlake Sector V, Kolkata 700 091
Contacts
+91 98300 71925
Contract.subhendu.etv@gmail.com
