বিরোধীদের সভায় উপমুখ্যমন্ত্রীর উড়ান খাটোলা, দ্বিতীয় দফার শেষ প্রচারে বিহারে আজব দৃশ্য

সিপিএমের ব্রিগেড সমাবেশে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টার নামে? কেমন হবে সেই দৃশ্য? অনেকটা সেই রকম ঘটনাই ঘটলো বিহারে। সোমবার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার শেষ প্রচার ছিলো। সব রাজনৈতিক দলই লাস্ট মিনিট সাজেশনের মতো প্রচারও করেছে জোর কদমে। রবিবার কাহলগাঁও বিধানসভা এলাকায় প্রচার কর্মসূচি ছিলো মহাজোটের অন্যতম শরিক আরজেডি-র। দলের প্রার্থী রজনীশ যাদবের সমর্থনে এদিন ভোজপুরি সিনেমার সুপারস্টার খেসারি লাল যাদব জনসভা করতে আসার কথা। জনপ্রিয় তারকাকে দেখার জন্য তখন সবাই অপেক্ষা করছে। ঠিক সেই সময় আকাশ থেকে নেমে আসছে একটি হেলিকপ্টার। তারকাকে দেখার জন্য আকাশে চোখ রেখে জনতা ছুটছে কেটে যাওয়া ঘুড়ি ধরতে যাওয়ার মতো। হেলিকপ্টার নামতে নামতে একদম মাথার কাছে। হাতের নাগালে খেসারিলালকে দেখার জন্য উত্তেজনা আরো বেড়ে চলেছে। কিন্তু হঠাৎই সেই হেলিকপ্টার মাটি ছোঁয়ার আগে আবার আকাশে উড়ে গেলো। পরে জানা গিয়েছে ওই কপ্টারে রাজ্যের উপমুখ্যমন্ত্রী ও বিজেপির হেভিওয়েট নেতা সম্রাট চৌধুরী ছিলেন।

বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আরজেডি-র

এনডিএ প্রার্থী শোভানন্দ মুখেশের হয়ে প্রচার করতে আসার কথা ছিলো সম্রাট চৌধুরীর। মনে করা হচ্ছে পাইলট নিচের বিশাল ভিড় দেখে বিভ্রান্ত হয়ে ভুল করে আরজেডির সভাস্থলের হেলিপ্যাডে নামতে যান। যদিও বিজেপি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজ করেছে বলে আরজেডি সমর্থকদের একাংশের অভিযোগ। এর প্রতিবাদে দলীয় পতাকা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। সম্রাট চৌধুরীর হেলিকপ্টারের ঠিক পেছনেই নামার কথা ছিল খেসারি লাল যাদবের হেলিকপ্টারের। আরজেডি প্রার্থী রজনীশ যাদব এই ঘটনাকে “রাজনৈতিক চক্রান্ত” বলে দাবি করেন। তার অভিযোগ,

“বিজেপি-জেডিইউ জানত যে খেসারি লাল যাদবের সভায় রেকর্ড ভিড় জমেছে। তাই ইচ্ছাকৃতভাবে তারা এই হেলিকপ্টারটি এখানে নামাতে চেয়েছিল, যাতে বিশৃঙ্খলা তৈরি হয় এবং আমাদের প্রচারে বাধা আসে।”

১৫ মিনিট পরে নামলেন খেসারি লাল, ছন্দে ফেরে কর্মসূচি

এই ঘটনার পর তখন আরজেডি শিবিরে তুমুল উত্তেজনা। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেখানে নামেন তারকা। দলীয় কর্মীর সমর্থনে প্রচারও করেন। ভালোয় ভালোয় শেষ হয় কর্মসূচি

#Bihar_assembly_election_2025 #RJD #BjP #Bihar #বিহার #বিহার_বিধানসভা_নির্বাচন_২০২৫

Address

3721 2nd Street
Saltlake Sector V, Kolkata 700 091

Contacts

+91 98300 71925
Contract.subhendu.etv@gmail.com