ভোটের আগেই ‘মুখ্যমন্ত্রী’র চেয়ার, তেজস্বীর জন্মদিনকে রাজনৈতিক হাতিয়ার বানালো আরজেডি


বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব-এর ৩৬তম জন্মদিন ৯ নভেম্বর। এই উপলক্ষে বিহারের রাজধানী পাটনায় বিশেষ ভাবে প্রচারের কাজে ব্যবহার করেছে আরজেডি। জন্মদিন উদযাপন করার জন্য দলীয় কার্যালয়গুলিকে সাজিয়ে তোলা হয়েছে। লাগানো হয়েছে বড় বড় পোস্টার, হোর্ডিং। আর সেখানে একটি চেয়ারের ছবি দেওয়া হয়েছে। যেখানে লেখা রয়েছে ‘মুখ্যমন্ত্রীর চেয়ার’।
পোস্টারে স্পষ্ট বার্তা, “সিএম অফ বিহারের জন্মদিনের উপহার”
রাজনৈতিক মহলের মতে ভোট চলাকালীন দলীয় কর্মীদের চাঙ্গা করতে আরজেডি-র এটা রাজনৈতিক কৌশল। দলীয় কর্মীদের বার্তা দেওয়া হয়েছে যে এবারে বিহারে ক্ষমতায় আসছে দল। অন্যদিকে তেজস্বী যাদবের প্রতি দলীয় কর্মীদের আবেগকেও উস্কে দেওয়া হয়েছে। কর্মীদের বক্তব্য, “প্রত্যেক ঘরে চাকরি” দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারবেন কেবল তেজস্বীই, যিনি দলিত, শোষিত ও বঞ্চিতদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
সবচেয়ে তরুণ উপমুখ্যমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী পর্যন্ত যাত্রা
তেজস্বী যাদবের জন্ম ৯ নভেম্বর ১৯৮৯, বিহারের গোপালগঞ্জ জেলায়। মাত্র ২৬ বছর বয়সে তিনি বিহারের সবচেয়ে তরুণ উপমুখ্যমন্ত্রী হন। ২০১৫ সালে তিনি নীতীশ কুমার নেতৃত্বাধীন সরকারে দেড় বছর ডেপুটি সিএম ছিলেন। পরবর্তীতে ২০২২ সালে আবারও উপমুখ্যমন্ত্রী হন। বর্তমানে তিনি বিরোধী দলনেতা (Leader of Opposition)। আরজেডি তাঁকে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী প্রার্থী (CM face) হিসেবে ঘোষণা করেছে। মহাগঠবন্ধন (Grand Alliance)-ও এই নির্বাচনে তাঁকেই মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছে। এমনকি লালু প্রসাদ যাদব নিজেও তাঁকে নিজের উত্তরসূরি হিসেবে ঘোষণা করেছেন।
মহাগঠবন্ধনের কৌশল: নির্বাচনী বছরে জন্মদিনেই শক্তি প্রদর্শন
২০২০ সালের বিধানসভা নির্বাচনেও তেজস্বী যাদবের নেতৃত্বেই আরজেডি লড়াই করেছিলো। এবারে যদিও কংগ্রেসের কিছু নেতা তাঁকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মানতে নারাজ। তবুও মহাজোটের মুখ্যমন্ত্রী হিসেবে তাঁকেই সবচাইতে বড় দাবিদার হিসেবে মনে করা হচ্ছে।
#Bihar_assembly_election_2025 #RJD #BjP #Bihar #বিহার #বিহার_বিধানসভা_নির্বাচন_২০২৫
Address
3721 2nd Street
Saltlake Sector V, Kolkata 700 091
Contacts
+91 98300 71925
Contract.subhendu.etv@gmail.com
