প্রয়াত শীতল সর্দার, প্রাক্তন বিধায়কের মৃত্যুতে সাঁকরাইলে শোকের ছায়া

হাওড়ার সাঁকরাইল বিধানসভার প্রাক্তন বিধায়ক ও জনপ্রিয় নেতা শীতল সর্দার আর নেই। ১২ই নভেম্বর তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে সাঁকরাইলসহ সমগ্র হাওড়ায় নেমে এসেছে শোকের ছায়া। আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে “শীতল দা”-কে হারানোর বেদনায়।

রাজনীতির ময়দানে শীতল সর্দারের পদচারণা শুরু কংগ্রেসের হাত ধরে। ১৯৯৬ সালে প্রথমবার কংগ্রেসের টিকিটে বিধায়ক নির্বাচিত হন। পরবর্তীতে ২০০১, ২০০৬, ২০১১ ও ২০১৬ সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে টানা চার দফা জয়ী হন তিনি। রাজনৈতিক জীবনের এই দীর্ঘ সময়ে তিনি হয়ে উঠেছিলেন সাঁকরাইলের আস্থার প্রতীক।

রাজনীতিতে শীতল দা ছিলেন সর্বজনগ্রাহ্য এক মানুষ। দলীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে কাজ করতেন মানুষের জন্য। পঞ্চায়েতের কাজেও কখনো অযথা হস্তক্ষেপ করেননি, বরং সবসময় সকলকে সঙ্গে নিয়ে চলার চেষ্টা করতেন। তাঁর প্রচেষ্টায় বহু বেকারের চাকরি হয়েছে, রাস্তাঘাট ও পানীয় জল সমস্যা সমাধান হয়েছে, গঙ্গা ভাঙন প্রতিরোধে একাধিক উদ্যোগ নিয়েছিলেন তিনি।

হাওড়া ইমপ্রুভমেন্ট ট্রাস্টের (HIT) চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন শীতল সর্দার। তাঁর সময়েই হাওড়ার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হয়। বর্তমানে HIT মিশে গেছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (KMDA)-র সঙ্গে, কিন্তু সেই প্রতিষ্ঠানের ইতিহাসে শীতল দার নাম রয়ে গেছে স্বর্ণাক্ষরে।

ব্যক্তিজীবনে শীতল দা ছিলেন অসীম সহনশীল এক মানুষ। স্ত্রী ও সন্তানকে হারিয়ে জীবনের শেষদিন পর্যন্ত একা থেকেছেন। কিন্তু কাজ করে গিয়েছেন মানুষের জন্য।

তাঁর মৃত্যুতে শাসক দলের পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বও শোক প্রকাশ করেছে। বিধানসভায় এদিন তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়। শেষযাত্রায় উপস্থিত ছিলেন রাজনৈতিক দল নির্বিশেষে বহু নেতা। সবার মুখে একটাই কথা “সাঁকরাইল মানেই শীতল দা।

Address

3721 2nd Street
Saltlake Sector V, Kolkata 700 091

Contacts

+91 98300 71925
Contract.subhendu.etv@gmail.com