নিজের রাজ্যেই ভরাডুবি, শূন্য হাতে পিকে-কে ফেরালো বিহার


ভোট কুশলী প্রশান্ত কিশোরের ছোঁয়ায় নির্বাচনী বৈতরণী পার হতে চায় অনেক রাজনৈতিক দল। কিন্তু নিজের রাজ্যে মুখ থুবড়ে পড়ল জন সুরাজ পার্টি। আসন জেতা তো দূরের কথা ৯৮% প্রার্থীর জামানত জব্দ হলো। মিললো না তাঁর কোনও ভবিষ্যৎবাণীও। বিহার বিধানসভা নির্বাচনে পিকে-র 'ঘরামির ঘর ফুটো'-র মতো অবস্থা। এনডিএ-কেই ফিরিয়ে আনলো জনতা
যতটা গর্জালো, ততটা বর্ষালো না
বিহারের ভাগ্য বদলানোর জন্য অনেক পদক্ষেপ করেছেন প্রশান্ত কিশোর। সারা রাজ্যে ঘুরে বেরিয়েছেন। মানুষকে বুঝিয়েছেন। নিজের অভিজ্ঞতা কে কাজে লাগিয়ে রাজনীতিতে নেমেছেন। জন সুরাজ পার্টি তৈরি করে ভোটে প্রার্থী দিয়েছেন। কোনও জোটে না গিয়ে ২৪৩ আসনের মধ্যে ২৩৯ আসনে প্রার্থী দিয়েছেন। নির্বাচনী প্রচারেও তাঁকে যথেষ্ট আত্মবিশ্বাসী দেখা গিয়েছে। শাসক-বিরোধী কে ঝাঁঝালো আক্রমণ করেছেন। রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের ধারণা তৈরি হয়েছিলো পিকে-র জন সুরাজ পার্টি বিহার বিধানসভা নির্বাচনে যথেষ্ট প্রভাব ফেলবে। তাঁর জন্য অনেক প্রার্থীর ভাগ্য বদলে যাবে। কিন্তু শুক্রবার ইভিএম খোলার সঙ্গে সঙ্গেই দেখা যায় জন সুরাজ পার্টির ঠুনকো অবস্থা। পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর জানিয়েছেন, ১৬ই নভেম্বর তিনি সাংবাদিক বৈঠক করে বিধানসভা নির্বাচনের ফলাফল ও দলের আগামী কৌশল সম্পর্কে জানাবেন।
রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের বিশ্লেষণ
“বিহারের নতুন রাজনৈতিক বিকল্প দরকার” শুরুতে মানুষ এই কথা আগ্রহ নিয়ে শুনেছেন। কিন্তু কীভাবে সেই পরিবর্তন আসবে তার কোনও দিশা দেখাতে পারেননি তিনি। একইসঙ্গে বিহারের নির্বাচনী সমীকরণ, সমাজগোষ্ঠী এবং জাতপাতের জটিল অঙ্কের উপর নির্ভরশীল। সেই অঙ্কের সমাধান এখনো অধরা ভোট কুশলীর। অনেকের মতে আবার প্রশান্ত কিশোর নিজে নির্বাচনে না লড়ায় ভোটারদের একাংশ বিভ্রান্ত হয়েছেন
#Bihar_election_2025 #jansuraj #PrashantKishore #pk
Address
3721 2nd Street
Saltlake Sector V, Kolkata 700 091
Contacts
+91 98300 71925
Contract.subhendu.etv@gmail.com
