বিরাট জয় NDA-র, ১০ বারের মুখ্যমন্ত্রী হওয়ার রেকর্ড নিতীশের

"ওস্তাদের মার শেষ রাতে"। বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল দেখে এই মন্তব্যই করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। বিধানসভা নির্বাচনের প্রচারে বিরোধীদের পক্ষ থেকে ঢালাও প্রচার করা হয়েছিল, বিহারে এবার পরিবর্তন হচ্ছেই। মুখ্যমন্ত্রীর পদে বসতে চলেছেন তেজস্বী যাদব। তেজস্বীর জন্মদিনে তাঁর ছবির সাথে কুর্সি-র ছবি দিয়ে পরবর্তী মুখ্যমন্ত্রীর কথা ঘোষণা করেছিলো আরজেডি। এমনকী, ভোটের পরেও নীতিশ কুমারের বিদায়ের কথাই প্রচার করেছে দল। কিন্তু বিহারের মানুষ 'ভাতিজা'র বদলে 'চাচা'-র প্রতি বেশি আস্থা রেখেছে। ২৪৩টি আসনে NDA ২০২টি আসন পেয়েছে। মহাজোট পেয়েছে ৩৫টি আসন।

ডাবল সেঞ্চুরি নিতীশের, তেজস্বী আটকে ৩৫-য়ে

কার দখলে যাবে বিহারের মসনদ? এই প্রশ্নে কিন্তু আড়াআড়ি দুভাগে ভাগ হয়ে গিয়েছিল রাজনৈতিক বিশ্লেষকরা। বুথ ফেরত সমীক্ষাতে এনডিএ-র পাল্লা ভারি থাকলেও মহাজোট-ও পিছিয়ে ছিল না। ঘূর্ণি পিচে বল একটু সুইং করলেই খেলার ফল ঘুরে যেতে পারে বলেই মনে করা হচ্ছিল। কিন্তু ইভিএম খোলার সঙ্গে সঙ্গে দেখা যায় ২০০ পার করে ২০২-এ পৌঁছে গিয়েছে 'চাচা'। আর চাচাকে বারবার 'বুড়ো ঘোড়া', অসুস্থ বলা ভাতিজা ৩৫ এর বেশি উঠতে পারলো না। আরজেডি ছাড়া মহাজোটের কোনও দলই ডাবল ডিজিট পেরোতে পারেনি। এমনকি শূন্য হাতে ফিরতে হয়েছে প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টিকেও।

বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল

বিহারে ২৪৩ বিধানসভা আসনের মধ্যে ৮৯টি আসন পেয়ে প্রথম স্থানে রয়েছে বিজেপি। এরপরের জায়গাটি এনডিএ-র আরেক শরিক নীতিশ কুমারের দল। জেডিইউ পেয়েছে ৮৫টি আসন। ২৫টি আসন পেয়ে তিন নম্বরে তেজস্বী-র আরজেডি। রাম বিলাস লোক জনশক্তি পার্টি পেয়েছে ১৯ টি আসন। কংগ্রেস আটকে গিয়েছে ৬টি আসনে। মিম ৫টি। হাম ৫টি। আরএলএম ৪, বামেরা ২পেরোতে পারনি। বহুজন সমাজ পার্টি পেয়েছে একটি আসন। অন্যান্যরা পেয়েছে মোট ৩টি আসন

#Bihar_election_2025 #Bihar_assembly_election #Election_Commission #BJP #RJD #JDU

Address

3721 2nd Street
Saltlake Sector V, Kolkata 700 091

Contacts

+91 98300 71925
Contract.subhendu.etv@gmail.com