সকাল সকাল বড়বাজারে ভয়াবহ আগুন, শতাধিক দোকান ক্ষতিগ্রস্ত


শনিবার সকালে কোলকাতার ব্যস্ত বড়বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনায় বিপুল পরিমাণ সম্পত্তির ক্ষতি হয়েছে। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিন ভোর প্রায় ৫টা নাগাদ ১৭ নম্বর ইজরা স্ট্রিটের একটি বৈদ্যুতিক সরঞ্জামের দোকান থেকে আগুনে লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের ২৪টি ইঞ্জিন মোতায়েন করা হয়। সকাল ১০টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ১০০টিরও বেশি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে
আগুনটি প্রথম দেখা যায় একটি বৈদ্যুতিক যন্ত্রপাতির দোকানের দ্বিতীয় তলায়। স্থানীয় বাসিন্দারা শুরুতে আগুন নেভানোর চেষ্টা করেন, পরে দমকলে খবর দেওয়া হয়। শুরুতে ৬টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। এরপর ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হয়। ঘনবসতিপূর্ণ বাণিজ্যিক এলাকা হওয়ায় এখানে প্রচুর পরিমাণে দাহ্য সামগ্রী বিশেষ করে বৈদ্যুতিক সরঞ্জাম মজুদ ছিল। এর ফলে দ্রুত আগুন ছড়াতে শুরু করে। সরু রাস্তা হওয়ায় সেখানে প্রথম দিকে পৌঁছাতে সমস্যার মধ্যে পড়তে হয় দমকল কর্মীদের। এরপর আসেপাশের বাড়ি থেকে আগুন নেভানোর কাজ করা হয়। তবে এলাকায় মজুত থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করা হয়।
পাঁচ ঘণ্টার লড়াই
দমকল বিভাগ মোট ২৪টি ইঞ্জিন পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পুনরায় আগুন ছড়িয়ে পড়া আটকাতে ‘কুলিং’ অপারেশন চলছে। এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইজরা স্ট্রিটের আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধানের কাজ শীঘ্রই শুরু হবে বলে দমকল সূত্রে জানা গিয়েছে
#Kolkata #firebrigade
Address
3721 2nd Street
Saltlake Sector V, Kolkata 700 091
Contacts
+91 98300 71925
Contract.subhendu.etv@gmail.com
