গঙ্গার দুই পাড়ে দুটি শহরকে যমজ বোন বলা হয়, কিন্তু পুর পরিষেবায় শুয়োরানী আর দুয়োরানী

রাজ্যের পুরনো শহরগুলির মধ্যে কলকাতার সাথেই হাওড়ার নাম চলে আসে। রাজ্যের যে কটি মিউনিসিপ্যাল করপোরেশন আছে তারমধ্যেও এই শহরদুটির নাম রয়েছে। যার পরিচালনার দায়িত্বে থাকেন মেয়র। হাওড়া পুরসভা ধারে ভারে ঐতিহ্যে কলকাতার সাথে একই সারিতে থেকেছে। কিন্তু বর্তমানে। হাওড়া পুরসভার পরিষেবার মান তলানিতে এসে ঠেকেছে। চরম ভোগান্তিতে ক্ষোভ বাড়ছে এলাকার বাসিন্দাদের

কী রকম সমস্যা?

এলাকার মানুষের অভিযোগ, দীর্ঘদিন ধরে কার্যত রাস্তা মেরামতি হয় না বললেই চলে। তারউপর বর্ষায় হাল আরও খারাপ। জায়গায় জায়গায় বড় গর্ত। যান চলাচলে একদিকে সমস্যা হচ্ছে। অন্যদিকে বেড়ে চলেছে দুর্ঘটনা। রাস্তার পাশাপাশি নিকাশী ব্যসস্থা নিয়েও অনেক অভি্যোগ রয়েছে। নিয়মিত নর্দমা পরিষ্কার না হওয়ার ফলে বিভিন্ন জায়গায় বর্ষার জল আটকে রয়েছে। দীর্ঘদিন এই জল আটকে থাকার ফলে এলাকায় বাড়ছে দুষণ। একই অবস্থা রাস্তার পাশের ভ্যাটগুলিরও। সব মিলিয়ে রোগ ছড়ানোর আশঙ্কা বাড়ছে

কেনও এরকম হচ্ছে?

২০১৮ সালের ১০ ডিসেম্বর হাওড়া পুরসভার তৎকালীন বোর্ডের মেয়াদ শেষ হয়। তারপর প্রায় সাত বছর হাওড়া পুরসভার নির্বাচন স্থগিত রয়েছে। কাজ চালাচ্ছে প্রশাসকমণ্ডলী। নির্বাচন নেই ফলে জনপ্রতিনিধি নেই। দায় নেবারও কেউ নেই। নির্বাচন হওয়ার এখনও কোনও লক্ষ্মণ নেই। আর কতদিন এই সমস্যার মধ্যে থাকতে হবে সেই আশঙ্কায় দিন কাটছে সাধারণ মানুষের

নারায়ণ রতন দত্ত

Address

3721 2nd Street
Saltlake Sector V, Kolkata 700 091

Contacts

+91 98300 71925
Contract.subhendu.etv@gmail.com