জেতার আগেই 'রাত রঙিন ফুর্তি'র আয়োজন, ভাইরাল ভিডিও নিয়ে বিতর্ক বিহারে

নির্বাচনী প্রচারে গিয়ে মানুষের মন জয় করার জন্য কত উচ্চমার্গের বক্তব্য শেনা গিয়েছিলো নেতাদের মুখে। কিন্তু এই নেতাদের একাংশের সাদা পোশাকের ভিতরে বিকৃত লালসা লক্ষ্য করা গিয়েছে এক ভাইরাল ভিডিও-কে কেন্দ্র করে। যদিও shorthand.newd এই ভিডিওর সত্যতা যাচাই করেনি। ভিডিওতে দেখা যাচ্ছে নিষিদ্ধ হওয়া সত্তেও মদের ঢালাও অর্ডার দেওয়া হচ্ছে কিছু দালালকে কে। শুধু মদ নয় এর সঙ্গে লাস্যময়ী নর্তকীকেও ভাড়া করা হচ্ছে। তাও আবার রাশিয়ান নর্তকীর চাহিদা সবচাইতে বেশি।

বিহারে মদ নিষিদ্ধ, কিন্তু ভিন রাজ্যের দালালদের মাধ্যমে তাও নাগালের মধ্যে

বিজয় উদযাপনের পার্টি। মদ ছাড়া সেটা কি সম্ভব? তাই মদের ঢালাও আয়োজনের পরিকল্পনা হয়েছিলো। আর এটার ব্যবস্থা করার জন্য উত্তরপ্রদেশ, হরিয়ানা সহ বেশকয়েকটি রাজ্যের মদ পাচারকারী চক্রগুলো সক্রিয় হয়ে উঠেছে। পাটনার নেহরুনগর, ইয়ারপুর, রাজেন্দরনগর-সহ বিভিন্ন এলাকায় ডিলাররা ভিআইপি পার্টির জন্য বিদেশি মদ সরবরাহেরও ব্যবস্থা করে রেখেছে। ১৮০ মিলিলিটার মদের দাম ৩২০–৪০০ টাকায় বিক্রি হয়েছে। আরও উদ্বেগজনক বিষয়, তারা পুলিশের সঙ্গে যোগাযোগ থাকার দাবিও করেছে। জানা গিয়েছে বিভিন্ন জায়গায় মদ মজুদ করা হয়েছে। ৫০ সদস্যের এক ডেলিভারি বয় নিয়ে নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। সব জায়গায় মদ পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে

পার্টিতে রাশিয়ার নর্তকী ভাড়া করা হয়েছে

পুরো পরিকল্পনাটির আয়োজনের দায়িত্ব নিয়েছে কিছু ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা। বিলাসবহুল পার্টিতে মদের পাশাপাশি রাত রঙিন করতে রাশিয়ান নর্তকী ভাড়া করা হয়েছে। একইসঙ্গে উচ্চমানের এবং গোপন পরিষেবা দেওয়ার কথা জানাচ্ছে দালালরা। এই পার্টির জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতার তাঁদের সঙ্গে যোগাযোগ করেছে। নর্তকীদের দিল্লি ও কলকাতা থেকে আনার ব্যবস্থা করা হয়েছে। বিদেশি নর্তকীদের কমপক্ষে ২৫,০০০ থেকে ৩০,০০০ টাকা দাম উঠেছে।

যদিও খরচ করেও সবার কপালে শিকে ছেড়েনি

জয়ের আগেই পার্টি আয়োজনের বরাত দেওয়া হয়ে গিয়েছিলো। কিন্তু ভোটের ফলাফলে এদের সবাই যে জিততে পেরেছে এমনটা নয়। তাই পরাজিত নেতাদের এই পার্টি হাতছাড়া হয়েছে, তা বলাই বাহুল্য।

এই অসামাজিক চক্রের বিরুদ্ধে তৎপর প্রশাসন

এদিকে এই ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে নড়েচড়ে বসেছে প্রশাসন। বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে এই চক্রের বিরুদ্ধে পুলিশ কড়া পদক্ষেপ নিতে চলেছে বলে জানা গিয়েছে

Address

3721 2nd Street
Saltlake Sector V, Kolkata 700 091

Contacts

+91 98300 71925
Contract.subhendu.etv@gmail.com