কাটা তেলের দোকানে আগুন, টাকা উদ্ধার করতে গিয়ে ঝলসে মৃত্যু ব্যবসায়ীর

হাওড়ার আন্দুল রোডের ধারে নিমতলায় একটি বাইকের গ্যারেজ। কিন্তু ওই গ্যারেজের পিছনে অবৈধ পেট্রোল, ডিজেলের ব্যবসা। সেখানেই মজুত কয়েকশ লিটারেরও বেশি কাটা তেল। মঙ্গলবার সেখানেই আগুন লাগে। জানা গিয়েছে ঝালাই করার সময় সেখান থেকে আগুনের ফুলকি গিয়ে পড়ে তেলের ড্রামে। খুব দ্রুত সেই আগুন পুরো দোকান গ্রাস করে। দোকানের মালিক সন্দীপ দাস টাকা উদ্ধার করতে ভিতরে ঢোকে কিন্তু আর বেরোতে পারেনি। দগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় তাঁকে। দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন আয়ত্তে আসে। ঘটনার তদন্ত শুরু করেছে নাজিরগঞ্জ থানার পুলিশ। প্রত্যক্ষদর্শী বিনয় দাস জানিয়েছেন, "আগুনের তীব্রতা এত বেশি ছিল যে সেখান থেকে আগুন আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। এলাকার মানুষ দ্রুত পদক্ষেপ নেওয়াতে সেই আগুন ছড়াতে পারেনি।"

কোথা থেকে এই তেল আসে

অভিযোগ, একটি সংস্থার তেল এখানে মজুত রাখা হয়। স্বাভাবিক ভাবে এখানে তেলের ট্যাঙ্কারের আনাগোনা লেগেই থাকে। আর এখান থেকেই অবৈধ যোগাযোগকে কাজে লাগিয়ে তেল সংগ্রহ করে কালোবাজারিরা। সেরকমই একটা দোকান ছিল সন্দীপ দাসের।

কে এই সন্দীপ দাস?

বাইক মিস্ত্রি সন্দীপ দাসে গ্যারেজ ছিল ওখানে। বছর দুয়েক আগে সে কাটা তেলের ব্যবসা শুরু করে। এই অভিযোগে পুলিশ দু'বার তাঁকে গ্রেফতার করে। কিন্তু এই ব্যবসা সে চালিয়ে যাচ্ছিল। মঙ্গলবার সেই দোকানই তাঁর মত্যুর কারণ হয়। তবে সূত্রের খবর পুলিশের চাপে এই ব্যবসা থেকে সরে গিয়ে রেস্তোরাঁর ব্যবসা শুরু করার পরিকল্পনা করছিল সন্দীপ। রেস্তোরাঁর কাজের জন্যই ঝালাইয়ের কাজ চলছিল। সেই আগুনের ফুলকি থেকেই দুর্ঘটনা।

Address

3721 2nd Street
Saltlake Sector V, Kolkata 700 091

Contacts

+91 98300 71925
Contract.subhendu.etv@gmail.com