বাংলা বাঁচাও যাত্রায় 'ডিয়ার লটারি'র বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চলেছে সিপিএম


বিধানসভা নির্বাচনের আগে রাজ্যজুড়ে পদযাত্রার আয়োজন করতে চলেছে সিপিএম। ২৯ নভেম্বর উত্তরবঙ্গের তুফানগঞ্জ থেকে শুরু হয়ে সেই পদযাত্রা ১৭ই ডিসেম্বর শেষ হবে কামারহাটিতে। এই পদযাত্রায় দলের সব অংশের নেতারা অংশগ্রহণ করবে। ১৪ দফা দাবি নিয়ে রাজ্যজুড়ে এই পদযাত্রায় অন্যতম 'শপথ' হলো 'ডিয়ার লটারির হাত থেকে গরিব মানুষকে বাঁচাও'।
কেনও ডিয়ার লটারির বিরুদ্ধে লড়াই?
সিপিএম নেতৃত্ব মনে করেন, ব্যাঙের ছাতার মতো পাড়ায় পাড়ায় গজিয়ে উঠছে লটারি সংস্থার স্টল। কোনও কাজ না থাকায় এক শ্রেণির মানুষ যেমন রোজগার হিসেবে লটারি ব্যবসাকে রোজগারের হাতিয়ার বানাচ্ছেন। তেমনই রাতারাতি কোটিপতি হওয়ার আশায় বেশকিছু মানুষ এটাতে টাকা লাগাচ্ছেন। গাধার সামনে গাজর ঝোলানোর মতো কিছু মানুষকে দু-একশো টাকা পুরস্কার হিসেবে ধরানো হয় আর বাকিদের ফিরতে হয় খালি হাতে। যদিও পরের দিন কাগজে কাউকে না কাউকে আবার কোটিপতি হওয়ার বিজ্ঞাপন দেখা যায়। সাধারণ মানুষ আবার বড়লোক হওয়ার স্বপ্নে পরের দিন টাকা লাগান। এইভাবে লোভে পড়ে সর্বস্বান্ত হন তাঁরা। আর এই নেশা থেকে সাধারণ মানুষকে বাঁচাতো দলের তরফে এই পদক্ষেপ করা হয়েছে বলে দলীয় সূত্রে খবর।
এর আগেও অনলাইন লটারির বিরুদ্ধে অভিযান চালিয়েছিল সিপিএম
লটারির বিরুদ্ধে সিপিএমের এইরকম পদক্ষেপ নতুন নয়। এর আগেও এই ধরনের আন্দোলন করা হয়েছিল। বামফ্রন্ট আমলে অনলাইন লটারির বিরুদ্ধে আন্দোলন করা হয়েছিল।
Address
3721 2nd Street
Saltlake Sector V, Kolkata 700 091
Contacts
+91 98300 71925
Contract.subhendu.etv@gmail.com
