অলিতে গলিতে 'যুবরাজ?', সোশ্যাল মিডিয়া জুড়ে হাসির রোল


এ যেন ব্যাঙের ছাতার মতো রাজ্যপাট গজিয়ে উঠছে। আর সেই রাজ্যে কেউ কেউ নিজেকে যুবরাজ ঘোষণা করছেন। রাজ্য শাসন করছেন, নিজেই বিচার করছেন, আবার নিজেই হাত দিয়ে গলা কাটছেন। শীতকালে ভোররাতে প্রকৃতির ডাকে কম্বল ছেড়ে উঠতে ইচ্ছা না করলে অথবা ডিনারে ফুলকপি, মুলো হজম করতে না পারলে এরকম স্বপ্ন আসে। ভোরবেলার স্বপ্ন সত্যি ভেবেও কেউ কেউ বগল বাজিয়ে থাকেন। কিন্তু জেনে রাখা ভালো এসব ক্ষেত্রে অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হতে পারে কিন্তু সিংহাসনে বসা যায় না। তাই স্বাস্থ্য সচেতন মানুষদের পরামর্শ রাতে সহজপাচ্য হালকা খাবার খাওয়া উচিত। মাথার কাছে গ্যাসের ওষুধ রাখতে হবে। আর প্রকৃতির ডাকে সারা অবশ্যই দিতে হবে। সোশ্যাল মিডিয়াতে স্বপ্নের কথা লিখলে তা কখনোই সত্যি হয় না। বরং হাসির পাত্র হতে হয়
কেনও এ কথা?
বুধবার সারা দিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটি ছবি ভাইরাল। কেউ একজন নিজেকে হঠাৎ করে হাওড়ার যুবরাজ ঘোষণা করেছেন। তা কে এই যুবরাজ? কেউ তাঁকে চেনেন? হাওড়ার কিছু মানুষ জানিয়েছেন, শীতকালে যাত্রাপালার আসর বসে। সেখানে কোনও কৌতুক চরিত্র হতে পারে এটা তারই বিজ্ঞাপন। আবার অনেকের বক্তব্য যাত্রা নয়। দেখে সার্কাসের জোকার মনে হচ্ছে। তা সে যাই হোক স্বপ্ন সবসময় বড়ই দেখা উচিত। আর খেয়ালের পোলাওতে ঘি কমই বা ঢালবে কেনও। কিনতে তো আর হচ্ছে না। মদ্যপ পাঁচুর বক্তব্য, ও যুবরাজ হলে আমিও শাহরুখ খান।
যুবরাজ কাকে বলে?
কোনও দেশ বা রাজ্যের রাজার ছেলে যুবরাজ হয়। পরবর্তী রাজা হিসেবে তাঁকে বেছে নেওয়া হয়। অন্য কোনও যোগ্য প্রতিদ্বন্দ্বী থাকলে সেও পালটা দাবি জানাতে পারেন। আলোচনায় সমস্যা সমাধান না হলে যুদ্ধ হয়। যে পক্ষ জেতে সে সিংহাসনে বসেন। কিন্তু এভাবে নিজেকে যুবরাজ ঘোষণা করা আর 'কানা ছেলের নাম পদ্মলোচন' রাখার মধ্যে কোনও পার্থক্য নেই
শুভেন্দু চট্টোপাধ্যায়, হাওড়া
Address
3721 2nd Street
Saltlake Sector V, Kolkata 700 091
Contacts
+91 98300 71925
Contract.subhendu.etv@gmail.com
