একেই বলে কারো পৌষমাস কারো সর্বনাশ, মেট্রো সম্প্রসারণে কাদের কপালে চিন্তার ভাজ?
পুজোর বাজার করতে কোথায় যাবেন? নিউমার্কেট নাকি সিটি সেন্টার? নো প্রবলেম।পুজোর ছুটিতে বেড়াতে যাবেন? শিয়ালদা থেকে ট্রেন? নো প্রবলেম। ঠাকুর দেখতে কোথায় যাবেন? সন্তোষ মিত্র স্কোয়ার নাকি বোসপুকুর? নো প্রবলেম। অফিস কোথায়? সেক্টর ফাইব? নো প্রবলেম। আরে এয়ারপোর্টে যাওয়াও এখন নো প্রবলেম। কলকাতায় যাতায়াত করা এখন নো প্রবলেম। গত ২২ অগাষ্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে কলকাতা মেট্রোর কয়েকটি রুটে সম্প্রসারণ হয়েছে। তারপর থেকেই কলকাতায় যাতায়াত করা অনেকটাই মসৃন হয়েছে। না সময় নষ্ট না কারিকারি টাকা খরচ। শীতাতপ চালিত যানে করে হুস করে চলে যাও
কিছুদিন আগেও চিত্রটা অন্যরকম ছিলো
সামান্য দূরত্বে যেতে হলেও বাসে গাদাগাদি করে যেতে হতো। তারউপর যানজটের পাশাপাশি ভাগ্যের উপর নির্ভর করতে হতো। কারণ বাস কখন রকেট গতিতে কখন শম্বুক গতিতে চলবে। কখন বা রেসারেসি করতে গিয়ে দুর্ঘটনা ঘটাবে। কখন ভাড়া নিয়ে গড়িমসি করবে কখন বা খুচরো না থাকার অজুহাত দেখাবে তা কেউ জানে না। পছন্দ না হলে বাস থেকে নেমে ট্যাক্সি ধরবেন? সেখানে প্রথমেই রিফিউজ করবে নয়তো ইচ্ছামতো টাকা দাবি করবে। কলকাতা শহরে যারা যাতায়ত করে কমবেশি সবারই এই অভিজ্ঞতা রয়েছে
বাস-ট্যাক্সিওয়ালাদের কপালে চিন্তার ভাজ
এদিকে ওই সব রুটে চলা বাস, মিনিবাস, ট্যাক্সি অবস্থা শোচনীয়। যাত্রীর সংখ্যা কমেছে লাফিয়ে লাফিয়ে। ইতিমধ্যেই বাস মিনিবাস, ট্যাক্সি মালিকেরা পরিবহন দফতরের কাছে বিকল্প ব্যবস্থার কথা জানিয়েছে। অলবেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় জানান, জীবনযাত্রার পরিবর্তন হবে এটাই স্বাভাবিক। মেট্রোরেল তারই প্রতিফলন। মান্ধাতার আমলের যানবাহনের পরিবর্তন আনতে হবে। মেট্রোরেলেও সুবিধা অসুবিধা দুটোই রয়েছে। দূরপাল্লার ট্রেনে যারা লাগেজ নিয়ে যাতায়াত করবেন তাঁদের ক্ষেত্রে আবার মেট্রো সুবিধাজনক নয়। তাঁদের বাস বা ট্যাক্সিই প্রয়োজন হবে
নারায়ণ রতন দত্ত


Address
3721 2nd Street
Saltlake Sector V, Kolkata 700 091
Contacts
+91 98300 71925
Contract.subhendu.etv@gmail.com