জমি হাঙড়দের কবলে শতবর্ষ প্রাচীন পোস্ট অফিস? কীভাবে মুক্ত হলো? জানলে চমকে যাবেন

বর্তমান গতির সঙ্গে পাল্লা দিতে না পারলেও এখনও বিভিন্ন কাজে পোস্ট অফিসের গুরুত্ব অপরিসীম। তবে একটা সময় এই পোস্ট অফিসগুলো ছিলো মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম। প্রিয়জনের একটা চিঠির অপেক্ষায় থাকতো মানুষ। হাতে লেথা একটি চিঠি যেন দূরে থাকে সেই মানুষটির প্রতিনিধি। ভালো খবর, খারাপ খবর, মানি অর্ডার। কত স্মৃতি, কতো ইতিহাস বহন করে চলেছে পোস্ট অফিস। এখন যুগের সঙ্গে পাল্লা দিয়ে নিজেকে সময়পযোগী করে তুলেছে এই পোস্ট অফিস। এই রকমই একটি পোস্ট অফিস হাওড়ার রয়েছে হাওড়ার দাশনগরে। ইংরেজ আমলে তৈরি হওয়া এই পোস্ট অফিসও অনেককিছুর স্বাক্ষী। এলাকার মানুষের কয়েক প্রজন্মের ইতিহাস।

এই পোস্ট অফিসে নজর পড়েছিল কুচক্রীদের।

স্থানীয় প্রমোটারদের একটা অংশ দীর্ঘদিন ধরেই এই পোস্ট অফিসটি দখল করার ষড়যন্ত্র করছিলো। এই কাজে কিছু দুস্কৃতী ও পোস্ট অফিসেরই কিছু কর্মীকে কাজে লাগিয়েছিলো। উদ্দেশ্য ছিলো এই জমির দখল করে সেখানে নির্মানকাজ চালোনো। স্থানীয় বাসীন্দারা এর বিরুদ্ধে থাকলেও এই চক্রের বিরুদ্ধে যেতে সাহস পাচ্ছিল না।

শেষ পর্যন্ত কী ভাবে উদ্ধার সম্ভব হলো?

এলাকার মানুষের কাছ থেকে এই খবর পাওয়ার সাথেসাথেই উফস্থিত হন হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ বিভাস হাজরা। এলাকাবাসীকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। প্রশাসনকে যুক্ত করে কড়া পদক্ষেপ করা হয়। প্রায় ভেঙে পড়া পোস্ট অফিসকে নতুন রূপে গড়ে তোলার উদ্যোগ নেন তিনি।

এই উদ্যোগে খুশি এলাকার মানুষ?

গত ২৯ অগাষ্ট সংস্কার হওয়া এই পোস্ট অফিসে উদ্বোধন করা হলো। হাওড়া পোস্টাল ডিভিশনের আয়োজনে একটি অনুষ্ঠানের আয়োজনও করা হয়। এই অনুষ্ঠানে হাওড়া পোস্টমাস্টার সিনিয়র সুপারিনটেনডেন্ট মহাদেব মন্ডল সম্বর্ধনা দেওয়া হয়। বিভাস হাজরার এই উদ্যোগের কথাও বারবার ঘুরেফিরে আসে এই অনুষ্ঠানে।

নারায়ণ রতন দত্ত

Address

3721 2nd Street
Saltlake Sector V, Kolkata 700 091

Contacts

+91 98300 71925
Contract.subhendu.etv@gmail.com