যোগান কমছে পদ্মের, কীভবে হবে দুর্গাপুজো?


দুর্গাপুজোয় পদ্মফুল অপরিহার্য
পদ্মফুল ছাড়া দুর্গাপুজো কার্যত অসম্ভব। এই ফুলকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। শাস্ত্র অনুযায়ী দেবী দুর্গার আরাধনায় পদ্ম ফুল খুবই গুরুত্বপূর্ণ। এই পুজোতে দেবীকে ১০৮টি পদ্ম অর্পণ করা হয়। জানা যায়, রাবণ বধ করার জন্য দেবী দুর্গার পুজোর আয়োজন করেছিলেন রামচন্দ্র। অকালে পুজো বলে একে 'অকালবোধন' বলা হয়। এই পুজোর জন্য ১০৮টি পদ্ম নিয়ে আনার কথা ছিলো হনুমানের। কিন্তু পুজোর সময়ে দেখা যায় একটি ফুল কম আছে। তখন রামচন্দ্র সেই জায়গায় নিজের চোখ দিয়ে দেবীর পূজা করতে প্রস্তুত হন। দেবী তখন আবির্ভূত হয়ে তাঁকে রাবণ বধের বর দেন
চাহিদা অনুযায়ী যোগান বাড়ায় ফুল চাষিরা
ফলত দুর্গাপুজোয় পদ্মফুল জোগাড় করতে মরিয়া হয়ে যায় পুজো উদ্যোক্তারা। আর এই চাহিদার কথা মাথায় রেখে ফুল চাষিরাও পদ্মের যোগান বাড়াতে মরিয়া হয়ে পড়ে। প্রতি বছরের মতো এবারেও জেলায় জেলায় পদ্ম ফুলের চাষ করা হয়েছিল। কিন্তু প্রকৃতির খামখেয়ালিপনায় মাথায় হাত ফুলচাষিদের। অন্যদিকে আশঙ্কায় রয়েছে পুজো উদ্যোক্তারাও
এই সমস্যার কারণ কী?
এবছর অস্বাভাবিক বৃষ্টি হয়েছে। অতি বৃষ্টিতে অধিকাংশ নদীগুলো ফুঁসছে। অনেক জায়গায় নদী ছাপিয়ে সেই জল বিভিন্ন জায়গা ভাসিয়ে দিয়েছে। জলের তলায় চলে গিয়েছে কৃষি জমি। অন্যান্য সবকিছুর মতো ক্ষতিগ্রস্ত হয়েছে ফুলচাষেরও। এরফলে ফুলের দামও অস্বাভাবিক ভাবে বেড়ে চলেছে। ফুল চাষীদের মাথায় হাত পড়েছে। কারণ, সামনেই দুর্গাপুজো। তখন পদ্মের পাশাপাশি অন্যান্য ফুলের চাহিদাও বাড়বে। হাওড়া ফুল মার্কেটের ফুল ব্যবসায়ীরা জানিয়েছেন, অতিবৃষ্টিতে ফুল গাছ নস্ট হয়ে গিয়েছে। আর মাস খানেকের মধ্যেই পুজো।স্বাভাবিকভাবেই ফুলের চাহিদা বাড়বে। কিন্তু যোগান কম থাকায় দাম অনেক বাড়বে। আর যেহেতু পদ্মফুলের চাহিদা সবচাইতে বেশি থাকবে তাই সেই দাম কোথায় গিয়ে পৌঁছাবে এখনই সেটা বলা মুশকিল
পরিস্থিতি মোকাবিলায় পদক্ষেপের আশ্বাস মন্ত্রীর
বিষয়টি নিয়ে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দফতরের মন্ত্রী অরূপ রায় বলেন, "প্রকৃতির ওপর কারো হাত নেই। এবছর অতিরিক্ত বৃষ্টি হয়েছে। তার ওপর জলাধারগুলো থেকে প্রচুর পরিমাণে জল ছাড়ায় বাংলায় অধিকাংশ জেলায় বন্যা হয়েছে। স্বাভাবিকভাবে ফসলেরও ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে ফুল চাষেও। তবে রাজ্য সরকারের তরফে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।"
নারায়ণ রতন দত্ত/ হাওড়া
Address
3721 2nd Street
Saltlake Sector V, Kolkata 700 091
Contacts
+91 98300 71925
Contract.subhendu.etv@gmail.com