বাঙালির দূর্গা কি এবার গলে জল হতে চলেছে? কুমোড়টুলির ছবি তো সেই কথাই বলছে

পরশু তো ষষ্ঠী। তারমধ্যে কাজ শেষ হবে?

জনপ্রিয় বাংলা ছবি জয়বাবা ফেলুনাথে এমন একটা ডায়লগ নিশ্চয়ই মনে আছে?

কুমোড়টুলির ছবি দেখলে এরকম প্রশ্ন মনে আশাই স্বাভাবিক। পরশু না হলেও পুজো আর বেশি দেরি নেই। কিন্তু কাজ যেন আর কিছুতেই এগোতে চাইছে না। কারণ বৃষ্টি। টানা বৃষ্টিতে প্রতিমা তৈরির কাজ কিছুতেই এগোচ্ছে না। অনেক জায়গায় যেখানে খড়ের উপর মাটির প্রলেপ পড়েছে সেখানেও জল লেগে নষ্ঠ হয়ে যাওয়ার যোগাড়। দিশেহারা প্রতিমা শিল্পীরা প্লাস্টিকের ব্যবহার করে কোনওমতে ঠেকনা দিচ্ছেন

দূর্গা পুজোর আগেই বড় সমস্যা হতে চলেছে

দুর্গা পুজোর আগে আসে বিস্বকর্মা পুজো। সংখ্যায় সেই প্রতিমার অর্ডার থাকে অনেক বেশি। তাই আগে থেকেই তা তৈরি করে রাখেন শিল্পীরা। কিন্তু অতি বর্ষায় সেই প্রতিমাগুলোও ক্ষতিগ্রস্থ হচ্ছে। সেগুলো মেরামত করতেই সময় চলে যাচ্ছে। তার উপর দুর্গা প্রতিমা তৈরিতে বাধা হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টি

পুজো কীভাবে হবে তা নিয়ে চিন্তায় উদ্যোক্তারা

দীর্ঘদিন ধরে নাগাড়ে বৃষ্টি হয়েই চলেছে। মাঠে জল জমে থাকায় মণ্ডপ তৈরি করা যাচ্ছে না। জমি জলের তলায় চলে যাওযায় ফুল চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। তার উপর প্রতিমা তৈরির ক্ষেত্রেও এই সমস্যা। সব মিলিয়ে কপালে ভাঁজ পড়েছে পুজোর সঙ্গে যুক্ত সব মানুষের

তবে বৃষ্টিসুর বধ হয়ে সব ঠিকঠাক মিটে যাবে বলে সবাই আশাবাদী

এর আগেও পুজোর আগে অতিবর্ষায় সমস্যা হয়েছিল। কিন্তু কোনও দিনই পুজো বন্ধ হয়নি। সঠিক সময়ে বর্ষা থেমেছে। মণ্ডপ তৈরি হয়েছে। আলো জ্বলেছে। পুজো হয়েছে এবং মানুষ আনন্দও করেছে। তাই বৃষ্টি যত বড়ই হোক না কেনও মা দুর্গার হাতে সেই অসুরও বধ হবে বলে সবাই আশাবাদী

নারায়ণ রতন দত্ত

Address

3721 2nd Street
Saltlake Sector V, Kolkata 700 091

Contacts

+91 98300 71925
Contract.subhendu.etv@gmail.com