শিক্ষকদের সম্মানে এক অনন্য সন্ধ্যা


শিক্ষক দিবসে হাওড়ায় গুরুবন্দনা
শিক্ষক দিবস উপলক্ষ্যে দক্ষিণ হাওড়া ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে চৌধুরী পাড়া সংলগ্ন জলমহল অডিটোরিয়ামে এক গুরুভক্তিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহরের বিভিন্ন বিদ্যালয়ের ৩০ জন প্রবীণ ও নবীন শিক্ষক-শিক্ষিকাকে সম্মান জানানো হয় এই সান্ধ্য অনুষ্ঠানে।
সম্মাননা প্রদান করেন রাজীব ব্যানার্জি
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের মেন্টর রাজীব ব্যানার্জি। তিনি শিক্ষক-শিক্ষিকাদের হাতে সম্মাননা তুলে দেন। বক্তব্যে তিনি বলেন, “সমাজ গঠনের কারিগর হলেন শিক্ষকরা। সন্তানকে বাবা-মায়ের পরে গড়ে তোলার গুরুদায়িত্ব তাঁদের কাঁধেই থাকে।” তিনি এই উদ্যোগকে কুর্নিশ জানান এবং শিক্ষকদের সম্মানিত করতে পেরে নিজের গর্বের কথা জানান।
সফল ব্যবস্থাপনায় জগন্নাথ চক্রবর্তী
পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় মূল উদ্যোক্তা জগন্নাথ চক্রবর্তীর নেতৃত্বে। তাঁর পরিকল্পনা ও সক্রিয় অংশগ্রহণে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় অনুষ্ঠানে। শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের এমন উদ্যোগ নিঃসন্দেহে সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়।
নারায়ণ রতন দত্ত, হাওড়া
Address
3721 2nd Street
Saltlake Sector V, Kolkata 700 091
Contacts
+91 98300 71925
Contract.subhendu.etv@gmail.com