নতুন আঙ্গিকে শুরু উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টার, নির্বিঘ্নে সম্পন্ন প্রথম দিনের পরীক্ষা

আজ থেকে শুরু হল উচ্চমাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমিস্টার। প্রথমবারের জন্য রাজ্যের উদ্যোগে দ্বাদশ শ্রেণির পরীক্ষায় চালু হল নতুন পদ্ধতি, যা দেশের মধ্যে এই স্তরের পরীক্ষায় প্রথমবার প্রয়োগ করা হল। শিক্ষায় আধুনিকীকরণের জন্য এটা একটা নতুন পদক্ষেপ বলে মনে করা হচ্ছে

এদিন পরীক্ষাকেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিলো। পরীক্ষা কেমন হচ্ছে তা খতিয়ে দেখতো পরীক্ষা কেন্দ্রগুলিতে যান শিক্ষা দফতরের আধিকারিকরা। হাওড়ায় পরীক্ষার জেলার যুগ্ম আহ্বায়ক অতনু কুমার মন্ডল, DAC মেম্বার বনশ্রী তলাপাত্র সহ একাধিক প্রশাসনিক আধিকারিক পরিদর্শন করেন বিভিন্ন পরীক্ষা কেন্দ্র।

আজ প্রথম দিন ছিল প্রথম ভাষার পরীক্ষা। সকাল থেকেই ছাত্রছাত্রীদের মধ্যে ছিল কিছুটা উদ্বেগ, কারণ নতুন পদ্ধতিতে প্রথমবার তারা বসছে পরীক্ষায়। তবে শেষ পর্যন্ত নির্বিঘ্নে সম্পন্ন হয় দিনের পরীক্ষা। হাওড়ার যোগেশ চন্দ্র গার্লস স্কুলে পরীক্ষার মাঝেই কেন্দ্র পরিদর্শনে আসেন পর্যবেক্ষকগণ।

ওয়েমার সীটে পরীক্ষায় সন্তুষ্টি প্রকাশ পরীক্ষার্থীদের

এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার এক বিশেষ দিক হল, ওয়েমার সীটে (OMR Sheet) পরীক্ষার ব্যবস্থা। প্রথমবার এই পদ্ধতিতে পরীক্ষা হওয়ায় কিছুটা আশঙ্কা থাকলেও, পরীক্ষার্থীরা জানিয়েছেন, এই নতুন পদ্ধতিতে তাঁদের কোনও অসুবিধা হয়নি। বরং অনেকেই জানান, প্রশ্নপত্র ভালোই ছিল এবং উত্তর দেওয়ার ক্ষেত্রে ওয়েমার সীটে লেখার ক্ষেত্রে কোনও অসুবিধা হয়নি।

নিরাপত্তা ও নজরদারিতে কঠোর প্রশাসন, অভিযোগহীন প্রথম দিন

পরীক্ষা কেন্দ্রগুলিতে ছিল বিশেষ নজরদারি, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। কোথাও কোনো প্রশ্নপত্র ঘিরে বিতর্ক বা অভিযোগ ওঠেনি।

এই প্রথম সেমিস্টার পদ্ধতির পরীক্ষায় রাজ্যের শিক্ষা দফতর ও পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের এই সুষ্ঠু ব্যবস্থাপনার প্রশংসা করেছেন অনেক শিক্ষক-শিক্ষিকাও। তাঁরা মনে করছেন, ভবিষ্যতের জন্য এই উদ্যোগ শিক্ষার্থীদের প্রস্তুতির মান আরও উন্নত করতে সাহায্য করবে।

সব মিলিয়ে, আজকের দিনটি রাজ্যের শিক্ষা ব্যবস্থার ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা বলেই মনে করছেন শিক্ষামহল

Address

3721 2nd Street
Saltlake Sector V, Kolkata 700 091

Contacts

+91 98300 71925
Contract.subhendu.etv@gmail.com