দুর্গাপুজোয় হিংসা বাড়ছে বাংলাদেশে


বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের কোনও প্রতিশ্রুতিই পালিত হচ্ছে না। সংখ্যালঘুদের প্রধান উৎসব দুর্গাপুজোকে কেন্দ্র করেও নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, দুর্গাপুজোকে কেন্দ্র করে কোনও মেলার আয়োজন করা চলবে না। শুধু তাই নয়, দশমীর দিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার মধ্যে প্রতিমা বিসর্জন দিতে হবে। তিনি জানিয়েছেন, বাংলাদেশে এবছর ৩৩ হাজার মন্ডপে দুর্গাপূজা হবে। ঢাকা শহরে পুজোর সংখ্যা ২৫৫। পুজোর আগে থেকেই শুরু হয়েছে হিংসা।
এখন থেকেই শুরু হয়েছে মুর্তিভাঙা। ইতিমধ্যেই দুষ্কৃতীরা রাতের অন্ধকারে গাইবান্ধা সাদুল্লাপুরে হামিন্দপুর কামারপাড়ায় দুর্গা প্রতিমার পাশাপাশি গণেশ, লক্ষ্মী, কার্তিকের মূর্তি ভাঙচুড় করে আগুন লাগিয়ে দেয়। এই ঘটনার জেরে সাধারণ মানুষের মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে অন্তর্বর্তী সরকারের তরফে সংখ্যালঘুদের আতঙ্কিত না হওয়ার কথা বলা হয়েছে। আওয়ামি লিগের অভিযোগ, বাংলাদেশে আইনের শাসন না থাকায় বহুত্ববাদী আদর্শ ধ্বংস হচ্ছে। সংখ্যালঘুরাই শুধু নয়, গোটা দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের আমলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি লেগেই রয়েছে। এরই মধ্যে বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ থেকে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর-সহ সব আসামি বেকসুর খালাস পেলেন। এর আগে ২০০৪ সালের গ্রেণেড হামলা মামলায় তারেক ও বাবর-সহ ১৯ জন আসামির মৃত্যুদণ্ড, ১৯ জনের যাবজ্জীবন এবং ১১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছিল। হাসিনা সরকারের পতরের পর ১ ডিসেম্বর হাইকোর্ট সেই রায় বাতিল করে সব আসামিকে খালাস দেয়। সুপ্রিম কোর্টও সেই রায় বহাল রাখল। উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় আওয়ামি লিগের এক জনসভায় গ্রেনেড হামলা করা হয়। অভিযোগ, এই হামলায় ২৪ জন নিহত হন। তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা-সহ প্রায় ৩০০ লোক আহত হয়েছিলেন। এই হামলায় নিহতদের মধ্যে ছিলেন রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী তথা আওয়ামি লিগের শীর্ষস্থানীয় নারী নেত্রী আইভি রহমান। আসামিদের খালাসের নিন্দা করেছে আওয়ামি লিগ। অজ্ঞাত স্থান থেকে তাঁদের অভিযোগ, বিচারের নামে প্রহসন হচ্ছে বাংলাদেশে।
আমিনুল ইসলাম, ঢাকা, ৯ সেপ্টেম্বর
Address
3721 2nd Street
Saltlake Sector V, Kolkata 700 091
Contacts
+91 98300 71925
Contract.subhendu.etv@gmail.com