মৌলবাদী তোষণে জামায়াতকে টেক্কা দিতে চায় বিএনপি

মৌলবাদী তোষণে জামায়াতকে টেক্কা দিতে চাইছে বিএনপি। বিএনপির কৌশল হচ্ছে মৌলবাদী ভোট ব্যাঙ্কের পাশাপাশি আওয়ামি লিগ সমর্থকদের কাছে টানা। ভোট নিয়ে অনিশ্চয়তা না কাটলেও ইসলামিক ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক শুরু করেছেন বিএনপির নেতারা। ইতিমধ্যেই হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, চট্টগ্রামের হাটহাজারি মাদ্রাসার মহাপরিচালক মুফতি খলিল আহমদ কাসেমি ও প্রধান শায়খুল হাদিস শেখ আহমদ এবং শর্ষিনা দরবার শরিফের পীর শাহ আবু নছর নেছার উদ্দিন আহমদ হোসাইনের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমেদ সাক্ষাৎ করেছেন। নির্বাচনের সময় ধর্মীয় নেতাদের ভোট নিশ্চিত করাই এইসব বৈঠকের আসল উদ্দেশ্য। তারা চাইছেন, ধর্মীয় নেতারাও বিএনপির পক্ষে কাজ করুক।

অন্যদিকে, জামায়াত নেতারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাত ধরে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে সুসম্পর্ক রেখে চলছে। এটাই চিন্তায় ফেলেছে বিএনপি নেতাদের। বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র পরিণত করতে ঐক্যের ডাক দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। বাংলাদেশে নিবন্ধিত ১০টি ইসলামী দলের মধ্যে অধিকাংশই জামায়াতকে এড়িয়ে যেতে চাইছে। চাইছে গোপনীয়তা রক্ষা করতে।

অন্তর্বর্তীকালীন সরকার এখনও ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বললেও নির্বাচন নিয়ে আশঙ্কা কাটেনি। জামায়াত ও এনসিপি এখনও টালবাহানা করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বর্তমানে নির্বাচন হলে দেশের জনগণ তাদের মূল্যবান ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করবে। তাই বিএনপির বিজয় ঠেকানোর জন্য নানা রকম চেষ্টা চলছে’।

জামায়াত নেতাদের সঙ্গে বিএনপির মতোবিরোধ বাড়ছে। ২০০১ সালের নির্বাচনে জামায়াতের সাহায্যেই বিএনপি ক্ষমতায় এসেছিল। এনপি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান নিজে ছিলেন মুক্তিযোদ্ধা। তাই স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বিকৃতির তারা বিরোধী। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বাংলাদেশে ‘একাত্তরকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে’। এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি আওয়ামী লীগ সমর্থকদের কাছে টানতে চাইছেন বলে অনেকে মনে করছেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আওয়ামি লিগের নির্বাচনে অংশ নেওয়া প্রায় অসম্ভব। তাই তাঁদের কাছে টেনে জয় নিশ্চিত করতে চাইছে বিএনপি।

আমিনুল ইসলাম, ঢাকা, ৯ সেপ্টেম্বর

Address

3721 2nd Street
Saltlake Sector V, Kolkata 700 091

Contacts

+91 98300 71925
Contract.subhendu.etv@gmail.com