শিল্প হীন শিল্পনগরী হাওড়া শহর, বন্ধ কারখানায় কোনওমতে অস্তিত্ব টেকাচ্ছে বিশ্বকর্মা


আর মাত্র কয়েক দিন পরেই বিশ্বকর্মা পুজো। কিন্তু হাওড়া শহরে সেভাবে এর কোনও প্রভাব নেই। এক সময়ের শিল্পনগরী এখন কার্যত মৃতপ্রায়। বড় বড় কারখানাগুলো বন্ধ হয়ে পড়ে রয়েছে। দু'একটা ছোটখাটো কারখানা কোনও মতে টিকে রয়েছে। আর এমন জায়গায় বিশ্বকর্মা পুজো যেরকম হওয়ার সেই রকমই হচ্ছে। পুরনো শ্রমিকরা আগের পুজোর কথা মনে করে আফসোস করছে
আগে ধুমধাম করে বিশ্বকর্মা পুজো হতো
একটা সময়ে এখানে বেশ বড় বড় সংস্থা কারখানা তৈরি করেছিলো। ইন্ডিয়া মেশিনারি, জিকেডাব্লু, বার্ণ স্ট্যান্ডার্ড, রেমিংটন ছিলো এরমধ্যে উল্লেখযোগ্য। বড় সংস্থার পাশাপাশি বেশকিছু অনুসারী শিল্পও গড়ে উঠেছিলো। আর এইসব কারখানাগুলোতে কাজ করতো বহু শ্রমিক, আধিকারিক ও ইঞ্জিনিয়ার। সবাই একত্র হয়ে বিশ্বকর্মা পুজোয় যোগ দিতো। এই পুজো ঘিরে বেশ কয়েকদিন ধরে উৎসব চলতো। পুরো এলাকাটা আলো দিয়ে সাজানো হতো। ঠাকুর, আলোকসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠানে বড় বড় শিল্পী, পুজো শেষে শোভাযাত্রা সবকিছুতেই বিভিন্ন কারখানার পুজো কমিটিগুলোর মধ্যে চলতো প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতায় মালিকপক্ষেরও নিশ্চুপ প্রশ্রয় থাকতো। এলাকার সাধারণ মানুষও এই পুজোয় অংশগ্রহণ করতেন। কিন্তু এখন সেই দিন অতীত
শিল্পনগরীর ভবিষ্যৎ কী ?
এক সময়ের শিল্প নগরীতে এখন প্রমোটারির দৌরাত্ম। কারখানার জমিগুলিতে গড়ে উঠছে উঁচু উঁচু অট্টালিকা। বিশিষ্ট শিল্পপতি অসিত কুমার চট্টোপাধ্যায় জানান, "শিল্প নগরী হিসেবে হাওড়ার হারানো গৌরব ফিরে আসা অসম্ভব। কারণ, বেশিরভাগ বড় বড় কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে। শিল্পের পরিকাঠামোও ভেঙে পড়েছে। কাঁচা মালের অভাব। যে কারখানাগুলো টিম টিম করে চলছে, সেখানকার মালিকদের কাছে তোলা আদায়ের জন্য হুমকি দিচ্ছে সমাজবিরোধীরা ফলে সেই সব মালিকরা এখান থেকে কারখানা গুটিয়ে নেওয়ার কথা ভাবছেন।
তাই কোনও এক সময়ে জাঁকজমক করে পুজো হওয়া বিশ্বকর্মা পুজো এখন কোনওমতে অস্তিত্ব টিকিয়ে রাখছে
নারায়ণ রতন দত্ত -- সাংবাদিক /হাওড়া


Address
3721 2nd Street
Saltlake Sector V, Kolkata 700 091
Contacts
+91 98300 71925
Contract.subhendu.etv@gmail.com