মহিলাদের আত্মরক্ষার জন্য মাস্টারপ্ল্যান বানালো হাওড়া সিটি পুলিশ

এবার থেকে মহিলাদের উপর কুনজর দিলে তার ফল হতে পারে মারাত্মক। আত্মরক্ষার জন্য তাঁরা নিজেরাই হবে অপ্রতিরোধ্য। কোনও খারাপ চিন্তা মাথায় এলে আর রক্ষা নেই। মূহুর্তে ধরাশায়ী হবে দুস্কৃতীরা। কারণ হাওড়া সিটি পুলিশের উদ্যোগে "তেজস্বিনী" নামের একটি গ্রূপ গড়ে তোলা হলো।

১১ই সেপ্টেম্বর হাওড়া শরৎ সদনে এই কর্মসূচির সূচনা হয়ে গেলো। রাজ্যের মন্ত্রী অরূপ রায়, পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী-সহ সেখানে উপস্থিত ছিলেন প্রশাসনের আধিকারিকরা।

কীভাবে কাজ করবে তেজস্বিনী ?

সিটি পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহিলা বিশেষ করে স্কুল কলেজের ছাত্রীদের নিয়ে একটি দল গঠন করা হবে। এই দলকে আবার কয়েকটি জোনে ভাগ করা হবে। যেখানে নিয়মিত ভাবে মহিলাদের আত্মরক্ষার বিভিন্ন কৌশল শেখানো হবে। তেজস্বিনীর সাথে পুলিশের সরাসরি যোগাযোগ থাকবে। শুধুমাত্র নিজের আত্মরক্ষাই নয়। অন্য কোনও মহিলা বিপদে পড়লেও প্রাথমিক ভাবে দুস্কৃতীদের 'সবক' শেখাবে তেজস্বিনী। তারপর তুলে দেওয়া হবে পুলিশের হাতে।

পুলিশের এই উদ্যোগে আশ্বস্ত নগরবাসী

সারাদেশেই মহিলাদের উপর হিংসা বাড়ছে। পুলিশ এই বিষয়ে কড়া নজর রাখলেও পুরোপুরি এই অপরাধ বন্ধ হচ্ছে না। তাই অপরাধের গোড়াই উপড়ে ফেলতে চাইছে হাওড়া সিটি পুলিশ। এবার থেকে মহিলাদের নয় দুস্কৃতীদের সাবধানে থাকতে হবে তেজস্বিনীর থেকে। এই উদ্যোগ নেওয়ার জন্য হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী'কে সাধুবাদ জানান অরূপ রায়। তিনি বলেন, মহিলাদের আত্মরক্ষার প্রয়োজন রয়েছে। এর জন্য ক্যারাটে, তাইকুন্ড'র মতো খেলা অত্যন্ত জরুরি। বর্তমানে অনেক স্কুলে ক্যারাটের প্রশিক্ষণ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি এটা আবশ্যক। মহিলাদেরও এবিষয়ে আরো সচেতন হতে হবে।

নারায়ণ রতন দত্ত, হাওড়া

Address

3721 2nd Street
Saltlake Sector V, Kolkata 700 091

Contacts

+91 98300 71925
Contract.subhendu.etv@gmail.com