মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্যাকেজ: পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার উদ্যোগ


রাজ্যের পরিযায়ী শ্রমিকদের সুযোগ সুবিধা
রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনতে প্যাকেজ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কটাক্ষ বিরোধীদের
ভিও- রাজ্যের পরিযায়ী শ্রমিকরা ফিরে এলে মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে। সোমবার নবান্নে একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। রাজ্য থেকে ভিন রাজ্য তথা বিদেশে গিয়ে কাজ করেন প্রায় সাড়ে ২২ লক্ষ্যের মতো মানুষ। এর জন্য অনেক সময় তাঁদের বিভিন্ন সমস্যার মধ্যেও পড়তে হয়। এবার সেই অংশের মানুষদের জন্য পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার। পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরে এলে বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ নেওয়ার কথাও এদিন জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে আরও বেশকিছু সুযোগ সুবিধা দেওয়ার কথাও জানিয়েছেন তিনি
কী কী সুযোগ সুবিধা থাকছে
১) বিকল্প কর্মসংস্থান না হওয়া পর্যন্ত প্রতি মাসে ৫ হাজার টাকা টাকা
২) কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে দেওয়া হবে জবকার্ড
৩) ব্যবসার জন্য সহজে লোনের সুযোগ দেওয়া হবে
৪) খাদ্যসাথী কার্ড দেওয়া হবে
৫) পরিবারের জন্য দেওয়া হবে স্বাস্থ্যসাথী কার্ড
৬) করা হবে কমিউনিটি কিচেন সেন্টার
৭) ছেলেমেয়েদের পড়াশোনার জন্য সরকারি স্কুলে সুযোগ দেওয়া হবে
৮) এছাড়াও রাজ্যে চালু থাকা প্রকল্পগুলির সুযোগও পাওয়া যাবে
