হাওড়া কোনা সূর্য সঙ্ঘের রজত জয়ন্তীতে অমরনাথ থিমে দুর্গোৎসব


হাওড়ার কোনা শীতলাতলা বাগপাড়ায় আদিবাসী বৃন্দের সহযোগিতায় সূর্য সঙ্ঘের উদ্যোগে এবার পালিত হচ্ছে ২৫তম বর্ষের সর্বজনীন দুর্গোৎসব। এলাকার সবচেয়ে বড় বাজেটের পুজো হিসেবে খ্যাত এই উৎসবের মন্ডপ এবার সজ্জিত হবে জম্মু-কাশ্মীরের পবিত্র শৈবতীর্থ “অমরনাথ মন্দির” থিমে। প্রাকৃতিকভাবে বরফ জমে শিবলিঙ্গের আকার ধারণ করা অমরনাথ ধামের এই অলৌকিক দৃশ্য কৃত্রিমভাবে ফুটিয়ে তোলা হবে মন্ডপে। চন্দননগরের প্রখ্যাত আলোকসজ্জা এবং জনাইয়ের বিখ্যাত মৃৎশিল্পীর তৈরি প্রতিমা দর্শনার্থীদের মুগ্ধ করবে বলে আশা করা হচ্ছে।
পুজো কমিটির সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী গৌতম চট্টোপাধ্যায় জানান, এবারের পুজোর বাজেট প্রায় ১৫ লক্ষ টাকা। তিনি বলেন, “সূর্য সঙ্ঘ সবসময় সমাজসেবায় অগ্রণী। এবারও দুর্গোৎসব উপলক্ষে সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য নতুন বস্ত্র, চাল, ডাল এবং অন্যান্য খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।” এই উদ্যোগ প্রতিবছরই স্থানীয়দের মনে সূর্য সঙ্ঘের প্রতি শ্রদ্ধা বাড়িয়েছে।
কোনা বাজার সংলগ্ন এই পুজো শুধু স্থানীয়দের নয়, শলপ, ডোমজুড়, চন্ডীতলা সহ পার্শ্ববর্তী এলাকার দর্শনার্থীদেরও আকর্ষণ করে। পুজোর কয়েকদিন মন্ডপ প্রাঙ্গণ জমজমাট থাকে। এই ঐতিহ্যবাহী উৎসবের সাফল্যের পিছনে রয়েছে বাবাই বাগ, হরিপদ বাগ, পলাশ মন্ডল, বিজয় ঘাঁটি, ভোলা ও মিঠুন সহ কমিটির সদস্যদের অক্লান্ত পরিশ্রম। তাঁদের সহযোগিতা ছাড়া এই পুজোর বৈশিষ্ট্য অটুট থাকত না।
এই রজত জয়ন্তী বর্ষে সূর্য সঙ্ঘের দুর্গোৎসব হাওড়ার সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও উজ্জ্বল করবে। দর্শনার্থীরা অমরনাথ মন্দিরের থিম এবং আলোর কারুকার্যে মুগ্ধ হয়ে এই পুজোর স্মৃতি বহন করবেন।
নারায়ণ রতন দত্ত, হাওড়া
Address
3721 2nd Street
Saltlake Sector V, Kolkata 700 091
Contacts
+91 98300 71925
Contract.subhendu.etv@gmail.com