কলকাতা আর্মেনিয়ান ঘাট যুবক সমিতির ৩৫তম বর্ষের বিশ্বকর্মা পুজোর শুভ উদ্বোধন

কলকাতা আর্মেনিয়ান ঘাট যুবক সমিতির ৩৫ তম বর্ষের বিশ্বকর্মা পুজোর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হয় ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়, বর্ষীয়ান আইনজীবী তথা পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব ছাড়াও ক্রীড়া সংগঠক সিতাংশু দাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। দীর্ঘ ৩৫ বছর যাবত বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে বিশ্বকর্মা পুজো হচ্ছে আসছে। পুজো উপলক্ষ্যে অসংখ্য মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় এখানে। গঙ্গার পশ্চিম পাড়ে বড়ো বড়ো কলকারখানাগুলো বন্ধ হয়ে যাওয়ায় যখন বিশ্বকর্মার আরাধনা প্রায় "নৈব নৈব চ"হয় অবস্থা তখন, কলকাতার যুবক সমিতির উদ্যোগে বিশ্বকর্মা পুজোকে ঘিরে উৎসবের মেজাজ অবশ্যই উল্লেখযোগ্য।

Address

3721 2nd Street
Saltlake Sector V, Kolkata 700 091

Contacts

+91 98300 71925
Contract.subhendu.etv@gmail.com