হাওড়া সরস্বতী ক্লাবের ৭৯তম দুর্গোৎসবে উত্তমকুমারের জন্মশতবর্ষের উদযাপন


উত্তমকুমার বাংলা সিনেমার ইতিহাসে এক চিরকালীন আলোকবর্তিকা। জন্মশতবর্ষের এই মুহূর্তে তাঁকে ফিরে দেখা মানে শুধু একজন নায়ককে স্মরণ করা নয়, বরং এক সংগ্রামী মানুষের জেদ, স্বপ্ন আর অদম্য পরিশ্রমের কাহিনি নতুন করে বলা। প্রথম জীবনে বারবার ব্যর্থতার পরও হাল না ছেড়ে তিনি প্রমাণ করেছিলেন, সত্যিকারের শিল্পী জন্মগত নয়, পরিশ্রমের মাধ্যমে তৈরি হয়। তিনি জীবদ্দশাতেই হয়েছিলেন নায়ক থেকে মহানায়ক। অভিনয়কে শুধু জীবিকা নয়, জীবন দিয়ে ভালোবেসেছিলেন বলেই তার অভিনীত ছবিগুলো দর্শনার্থীদের হৃদয় স্পর্শ করেছিল।
তাঁর অভিনয়ের ভেতরে ছিল এক অদ্ভুত টান ; না ছিলেন অতি অভিজাত, না ছিলেন বুদ্ধিজীবী আভিজাত্যে মোড়া; বরং ছিলেন ভদ্র, সহজ-সরল মধ্যবিত্ত আবেগের প্রতীক। সেই কারণে তিনি ঘরে ঘরে আপনজন হয়ে উঠেছিলেন। ‘ঠাকুমার স্নেহধন, মায়ের আদরের ছেলে, মেয়ের প্রেমিক, আবার স্বা
একশো বছর পরেও সত্যিটা স্পষ্ট উত্তমের মতো কেউ ছিল না, উত্তমের মতো আর কেউ হবে না। উত্তম কুমার অভিনীত চরিত্রের ফটো মন্ডপ সজ্জায় শোভা পাবে। সঙ্গে থাকবে বেশ কিছু অমূল্য তথা।যা দর্শনার্থীদের আকৃষ্ট করবে বলেই মনে করেন পুজো উদ্যোক্তারা।
উত্তমকুমারের শতবর্ষ উপলক্ষে হাওড়া সরস্বতী ক্লাব তাদের ঊনআশি তম বর্ষে বেছে নিয়েছে বিশেষ এক থিম—“একশো তে মহানায়ক।” এই ভাবনাকে রূপ দিচ্ছে হ্যালুসিনেশন, যাদের প্রচেষ্টা একটাই—মণ্ডপসজ্জার মাধ্যমে সাধারণ মানুষের মনে জাগিয়ে তোলা উত্তমকুমারের অমলিন স্মৃতি। আমরা অপেক্ষা করছি সেই মুহূর্তের, যখন এই উদ্যোগ দর্শকের হৃদয়ে স্থায়ী ছাপ ফেলবে। এছাড়াও সরস্বতী ক্লাবের দুর্গোৎসবের আর একটি ঐতিহ্য হোলো প্রতিমায় বৈশিষ্ট্য। সাবেকিয়ানার সঙ্গে আধুনিকতার মেলবন্ধন।। সাবেকি মূর্তির পাশাপাশি থিমের প্রতিমাও মন্ডপ আলো করে থাকবে
Address
3721 2nd Street
Saltlake Sector V, Kolkata 700 091
Contacts
+91 98300 71925
Contract.subhendu.etv@gmail.com