হাওড়ায় বেশিরভাগ কলকারখানা বন্ধ হয়ে যাওয়ায় রমরমিয়ে বিশ্বকর্মা পুজো হচ্ছে প্রোমোটারদের অফিসে


শিল্পের দেবতা বিশ্বকর্মা পুজো হয়ে গালো শিল্প নগরী হাওড়ায়।একদিকে বন্ধ অসংখ্য কলকারখানা। অন্যদিকে ছোট খাটো যেসব কারখানা কোনো রকমে অস্তিত্ব টিকিয়ে রেখেছে সেখানে কোথাও ঘটে আবার কোথাও পটে কিম্বা ছোট গোছের প্রতিমা নিয়ে এসে পুজোর আয়োজন করা হয়েছে। তবে মটোর গ্যারেজ,বাস গুমটি, ট্যাক্সি স্ট্যান্ড,টোটো স্ট্যান্ডে মোটের ওপর ঘটা করেই বিশ্বকর্মা পুজো হয়েছে ।প্রায় সব জায়গাতেই তারস্বরে মাইক বাজছে। চলছে চটুল নাচ।
এদিকে বাজারে ফল পাকুড় থেকে শুরু করে কাঁচা আনাজের দাম আকাশ ছোঁয়া। তবে ইদানিং রমরম করে শিল্পের দেবতা বিশ্বকর্মা পুজোর রেওয়াজ চালু হয়েছে প্রোমোটারের অফিসে। যে যেমন প্রোমোটার তার তেমন পুজো। কোথাও কোথাও এলাহী ব্যাপারে। ঠিকাদার, কর্মীদের নিয়ে খাওয়া দাওয়া আনন্দ ফূর্তি,হৈ হুল্লোর চলে সারাদিন রাত পর্যন্ত। আমন্ত্রিত অতিথিদের মধ্যে সমাজের গন্যমান্য ব্যক্তিরাও থাকেন। অনেককেই বলতে শোনা যাচ্ছে কলকারখানার বিশ্বকর্মা পুজো যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বর্তমানে নির্মাণ মালিকদের অফিসে জায়গা করে নিয়েছেন। যদিও একথা মানতে নারাজ কারখানায় মালিকদের একটা বড়ো অংশ।
তাদের কথায় হ্যাঁ এটা ঠিক বড়ো বড়ো অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে।তবে যেগুলো রয়েছে সেই সব কারখানায় পুজো হচ্ছে নিয়ম মেনেই সে ঘটে কিম্বা পটে যেভাবেই হোক। তবে ইদানিং নির্মাণ সংস্থায় বিশ্বকর্মা পুজো ঘটা করেই হচ্ছে। শুধু পুজো নয়, রীতিমতো জাঁকজমকপূর্ণ ভাবে
Address
3721 2nd Street
Saltlake Sector V, Kolkata 700 091
Contacts
+91 98300 71925
Contract.subhendu.etv@gmail.com