মহালয়ার সকালে গঙ্গায় ডুব দিয়ে তর্পন নয়, মানুষের সেবার মাধ্যমেই মায়ের স্মৃতিতে তর্পন করেন সমাজকর্মী শ্যামল মিত্র

দীর্ঘ ১৬ বছর যাবত বাংলা ও বাঙালির সর্বশ্রেষ্ঠ প্রাণের উৎসব দুর্গাপুজোর প্রাক্কালে সমাজের পিছিয়ে পড়া মানুষদের সার্বিক ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ তথা বর্তমানে মোহন বাগান হকি দলের সচিব শ্যামল মিত্র। প্রয়াত মায়ের স্মৃতির উদ্দেশ্যে তৈরি "নমিতা মিত্র স্মৃতিরক্ষা কমিটির" পক্ষ থেকে বিভিন্ন সময়ে নানা ধরনের সমাজ সেবা মূলক কাজ ছাড়াও খেলা ধুলার আয়োজন করে থাকেন তিনি। অন্যান্য বছরের মতো এবারও ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় মানবিক এই অনুষ্ঠান হয়। একদিকে রক্তদান কর্মসূচি যেমন চলছে,অন্যদিকে অসংখ্য দুঃস্থ ও অসহায় মানুষদের মুখে হাসি ফোটাতে নতুন বস্ত্র, পোশাক পুজোর উপহার হিসেবে তুলে দেওয়া হয়। পাশাপাশি গুণীজনদের সম্বর্ধনা প্রদান করেন শ্যামল মিত্র।সব মিলিয়ে মহালয়ার আগের সন্ধ্যায় প্রয়াত মায়ের প্রতি যথাযথ শ্রদ্ধা জানান তিনি। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায় সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

নারায়ণ রতন দত্ত/হাওড়া

Address

3721 2nd Street
Saltlake Sector V, Kolkata 700 091

Contacts

+91 98300 71925
Contract.subhendu.etv@gmail.com