শ্রাদ্ধের সাত মাস পরে জীবিত স্ত্রীকে ফিরিয়ে দিল ভাইরাল ভিডিও


সাত মাস আগে হঠাৎ করে নিখোঁজ হয়ে যান বিহারের ভাগলপুরের বাসিন্দা সত্যনারায়ণ সিংয়ের স্ত্রী গুডিয়া দেবী। অনেক খোঁজার পরেও হারিয়ে যাওয়া স্ত্রীর খোঁজ না মেলায় সব আশা ছেড়েই দিয়েছিলেন সত্যনারায়ণ। গুড়িয়ার মৃত্যু হয়েছে ধরে নিয়ে গ্রামের লোকের চাপে তাঁর শ্রাদ্ধ করতে বাধ্য হন সত্যনারায়ণ
সাতমাস কোথায় ছিলেন গুড়িয়া?
ভাগলপুর ট্রাফিক পুলিশের কনস্টেবল ধনঞ্জয় কুমার আহত অবস্থায় গুডিয়া দেবীকে উদ্ধার করে ভাগলপুরের হাসপাতালে ভর্তি করিয়ে দেন। প্রায় চল্লিশ দিন হাসপাতলে ভর্তি থাকার পর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তিনি। এদিকে পুরো বিষয়টা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ধনঞ্জয় কুমার
কীভাবে স্ত্রীকে ফিরে পেলেন সত্যনারায়ণ?
ধনঞ্জয়ের আপলোড করা ভিডিও ভাসতে ভাসতে একদিন এসে পড়ে সত্যনারায়ণের মোবাইলে। ভিডিওটি দেখে স্ত্রীকে চিনতে পারেন তিনি। সঙ্গে সঙ্গে ছুটে যান হাসপাতালে। সেখানে, কনস্টেবল ধনঞ্জয় কুমারের সঙ্গে দেখা হয় তাঁর। এবং শেষ পর্যন্ত গুড়িয়াকে ফিরে পান সত্যনারায়ণ। দুই জীবনসঙ্গীকে এক হতে দেখে খুশি ধনঞ্জয়ও। তিনি বলেন, “যখন কোনো বিচ্ছিন্ন পরিবার আবার এক হয়ে যায়, তখন তার চেয়ে বড় সম্পদ কিছুই হয় না।” “এটি পৃথিবীর সবচেয়ে বড় সুখ।” বলে জানিয়েছেন সত্যনারায়ণ
Address
3721 2nd Street
Saltlake Sector V, Kolkata 700 091
Contacts
+91 98300 71925
Contract.subhendu.etv@gmail.com