মহালয়ার পরেই বৃষ্টিসুরের আগমন, এবারের পুজো কি ভেস্তে যেতে পারে?

মহালয়ার আগে থেকেই পুজো উদ্বোধন শুরু হয়ে গিয়েছে। ভিড় হওয়ার আগেই ভিড় এড়িয়ে টুপ করে ঠাকুর দেখে নেওয়ার কৌশল নিয়েছে অনেকেই। কিন্তু সোমবার রাতে প্রবল বৃষ্টি সবকিছু লণ্ডভণ্ড করে দিয়েছে। পুজো মণ্ডপগুলো পুকুরে পরিনত হয়েছে। রাস্তায় জল জমে গিয়েছে। বর্ষার জলে শুধু ঠাকুর তৈরি বন্ধ হয়ে যায়নি অনেক জায়গায় ক্ষতিও হয়েছে প্রতিমার। উঁচু জায়গাতে সরিয়ে ফেলা হচ্ছে মূর্তিগুলো। মণ্ডপেও ক্ষতিগ্রস্ত হয়েছে শেষ মূহুর্তের কাজ। এদিকে এমন অবস্থায় পুজোর বাজারও থমকে গিয়েছে সব মিটিয়ে বৃষ্টিসুরের তাণ্ডবে আশঙ্কায় বাঙালি

রেকর্ড পরিমাণ বৃষ্টি, জনজীবন ব্যাহত

ভারতীয় আবহাওয়া দফতরের (IMD) তথ্য অনুযায়ী, মাত্র তিন ঘণ্টার মধ্যেই কলকাতায় ১৮৫ মিমি বৃষ্টি হয়েছে—সাম্প্রতিক সময়ে এক দিনের মধ্যে এটি অন্যতম সর্বোচ্চ বৃষ্টিপাত। আলিপুর অবজারভেটরি ২৪ ঘণ্টায় ২৪৭.৫ মিমি বৃষ্টির রেকর্ড করেছে, যা এই প্রবল বৃষ্টির তীব্রতাকে স্পষ্টভাবে তুলে ধরে।

অচল পরিবহন ব্যবস্থা, জনজীবনে চরম দুর্ভোগ

এই প্রবল বর্ষণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের পরিবহন পরিকাঠামো। মহানায়ক উত্তম কুমার ও রবীন্দ্র সরোবর স্টেশনের মাঝে জল জমে যাওয়ায় শহিদ খুদিরাম থেকে ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়েছে। বর্তমানে শুধুমাত্র দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত সংক্ষিপ্ত রুটে মেট্রো চলছে, এবং জল তোলার কাজ চলছে জোরকদমে

কলকাতায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু আটজনের

একটানা ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে কলকাতার রাস্তাঘাট ও বহু ঘরবাড়ি। শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। সোমবার গভীর রাতে শুরু হওয়া এই অবিরাম বর্ষণে কার্যত অচল হয়ে পড়েছে গোটা শহর। নাগরিকরা ব্যাপক জলাবদ্ধতা ও যানজটের মুখে পড়ে বিপাকে পড়েছেন।

Address

3721 2nd Street
Saltlake Sector V, Kolkata 700 091

Contacts

+91 98300 71925
Contract.subhendu.etv@gmail.com