পুজোর আগে ডাবল ধামাকা: নদী ও পাহাড়ের সঙ্গে ভ্রমণের সেরা উপায়

একই বাসে সমুদ্র ও পাহাড় দেখার সুযোগ

কী ভাবছেন? পুজোয় বেড়াতে যাবেন? কোন বাস? কীভাবে যাবেন? পরিবারকে নিয়ে দুটোদিন পাহাড়ে কিংবা সমুদ্রে কাটাবেন? কিন্তু টিকিট পাচ্ছেন না?

তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। শীত গ্রীষ্ম বর্ষা বাঙালির দীপুদাই ভরসা।

এই দীপুদার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় দার্জিলিং। আর জগন্নাথের মন্দির হওয়ার পর দীঘার জনপ্রিয়তা বহু গুন বৃদ্ধি পেয়েছে। তবে সমস্যা হলো দীঘাতে কোনও মতে পৌঁছানো গেলেও দার্জিলিং যেতে অনেক কাটখড় পোড়াতে হয়। আর হঠাৎ করে প্লানিং হলে তো কোনও কথাই নেই। ট্রেনের উপর এতটাই চাপ থাকে যে কনফার্ম টিকিট পাওয়া যায় না। এই সময়ে আবার বেড়ে যায় বাসের ভাড়াও। অগত্যা প্ল্যান ভেস্তে যায়। কিন্তু এবার হয়তো আর সেই সমস্যা হবে না।

শুরু হল ভলবো বাস সার্ভিস

মন্ত্রী অরূপ রায় ২৪ অগাষ্ট এই বাস সার্ভিসের সূচনা করেন। হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে উদ্বোধন হলেও কলকাতা থেকেই এই পরিষেবা মিলবে। শিলিগুড়ি পর্যন্ত এই বাস যাবে ভায়া দীঘা। আপাতত এই রুটে দুটি ভলবো বাস চলবে। অরূপ রায় ছাড়াও এদিন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন মোহনবাগান হকি দলের সচিব শ্যামল মিত্র, হাওড়া ময়দান হকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সমর মুখার্জি, হাওড়া পুরসভার প্রাক্তন কাউন্সিলর শৈলেশ রাই-সহ আরও অনেকে।

এই পরিসেবায় খুশি সাধারণ মানুষ

এই সার্ভিস চালু হলে দীঘা বা দার্জিলিং যাওয়া অনেক সুবিধা হবে। দ্বিতীয়ত, কম খরচে, কম সময়ে ভলবো বাসের আরামদায়ক যাত্রা। পুজোর আগে এরকম উপহার পেয়ে খুশি পর্যটকেরা।

Address

3721 2nd Street
Saltlake Sector V, Kolkata 700 091

Contacts

+91 98300 71925
Contract.subhendu.etv@gmail.com