স্বামীজি গিয়েছিলেন ওই বাড়িতে, কেমন হয় সেখানকার দুর্গাপুজো?

স্বামী বিবেকানন্দের স্মৃতি বিজড়িত রামকৃষ্ণপুর পল্লীর পুজোয় ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন

সময়টা ছিলো ১৮৯৮ সালের ৬ ফেব্রুয়ারি। স্বামী বিবেকানন্দ কয়েকজন সন্ন্যাসীকে নিয়ে গঙ্গা পেরিয়ে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট থেকে পায়ে হেঁটে নবগোপাল ঘোষের বাড়িতে আসেন। স্বামীজীর স্মৃতিধন্য এই বাড়ি সংলগ্ন মাঠেই গড়ে উঠেছিল "রামকৃষ্ণপুর পল্লী"। তৎকালীন স্থানীয় মানুষেরা এই পল্লীর মাঠেই দুর্গোৎসবের আয়োজন করেছিলেন। ঐতিহ্য মেনে এবার ৭৯ তম বর্ষে পদার্পণ করলো রামকৃষ্ণপুর পল্লীর দুর্গাপুজো। পল্লীর মাঠের পুজো বারোয়ারির হলেও স্থানীয় বাসিন্দাদের আন্তরিক সহযোগিতায় পারিবারিক দুর্গোৎসবের আকার ধারণ করে। সময়ের সঙ্গে পরিবর্তনের হাত ধরে সাবেকিয়ানার সঙ্গে আধুনিকতার মেলবন্ধন ঘটেছে। মন্ডপ সজ্জায় অভিনবত্বের পাশাপাশি প্রতিমা ও আলোর রোশনাই দর্শনার্থীদের নজর কাড়ে। এবারেও তার ব্যতিক্রম নয়।

স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত রামকৃষ্ণপুর পল্লীর বর্তমান সভাপতি মোহন বসু'র মস্তিষ্ক প্রসূত ৭৯ তম বর্ষের মন্ডপ সজ্জার ভাবনা "ঐতিহ্যের লড়াই"। তিনি বলেন, "এটা শুধু এক প্রজন্মের দায়িত্ব নয়। পুরো জাতির অস্তিত্বের প্রশ্ন। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে ঠিকই। তাই বলে শিকড়ের টানকে ভুললে চলবে না। যেমন শিকড় ছাড়া গাছ বাঁচেনা ঠিক একই ভাবে শিকড় হোলো একটা জাতির গৌরব। ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার কোনো রেষারেষি নয়। দুইয়ের মেলবন্ধন অনেক বেশি তাৎপর্যপূর্ণ। মন্ডপ সজ্জার পাশাপাশি প্রতিমাতেও ধারাবাহিক ঐতিহ্য রয়েছে।" উদ্বোধনী অনুষ্ঠানেও চমক ছিল। উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা দত্ত, প্রাক্তন মেয়র পারিষদ তথা মোহনবাগান হকি দলের সচিব শ্যামল মিত্র, সমাজসেবী অয়ন বন্দোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

নারায়ণ রতন দত্ত, হাওড়া

Address

3721 2nd Street
Saltlake Sector V, Kolkata 700 091

Contacts

+91 98300 71925
Contract.subhendu.etv@gmail.com